করোনায় মৃত্যু আরও এক চিকিৎসকের, উদ্বিগ্ন স্বাস্থ্যমহল

এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৯০ জন চিকিৎসক করোনার মারণ গ্রাসের শিকার হলেন বলে জানিয়েছে চিকিৎসক সংগঠন।

করোনায় মৃত্যু আরও এক চিকিৎসকের, উদ্বিগ্ন স্বাস্থ্যমহল
মৃত রাজিবগণ চৌধুরী
Follow Us:
| Updated on: Jan 07, 2021 | 4:14 PM

কলকাতা: করোনা (COVID 19)আক্রান্ত হয়ে কলকাতায় আরও এক স্বাস্থ্যকর্তার মৃত্যু। বৃহস্পতিবার রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সহ-সভাপতি তথা রাজ্যের শ্রমদফতরের অধীনস্থ ইএসআই-এর স্বাস্থ্যবিষয়ক ডেপুটি ডিরেক্টর রাজিবগণ চৌধুরীর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৬ বছর। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ৯০ জন চিকিৎসক করোনার মারণ গ্রাসের শিকার হলেন বলে জানিয়েছে চিকিৎসক সংগঠন।

শ্রমদফতরের প্রতিমন্ত্রী তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি নির্মল মাঝি বলেন, “করোনা সংক্রমণের পর ২ জানুয়ারি যাদবপুরের বেসরকারি কেপিসি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান হয়। তাঁর এই মৃত্যু রাজ্যেক ক্ষতি।”

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছেন মহিলা, মুখে টু শব্দও নেই, খিদিরপুরে ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা

কেপিসি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অশোক ভদ্র বলেন, “বুধবার পর্যন্ত রাজিবগান চৌধুরীর শারীরিক অবস্থা নিয়ন্ত্রণে ছিল। স্বাভাবিকভাবে তিনি কথাবার্তা বলেছেন। আমিও কথা বলেছি। বৃহস্পতিবার সকাল থেকে আচমকা দ্রুত অবনতি হয়। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। কিন্তু দুপুর ১২ টা ৫৫ মিনিট নাগাদ কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপরই মৃত্যু হয়।”  হাসপাতাল সূত্রে খবর, ডায়াবেটিক হাইপারটেনশন-সহ একাধিক কমোরবিদিটি ছিল রাজিবগণ চৌধুরীর।