Supreme Court Of India: বিচারপতি নিয়োগ নিয়ে দ্বন্দ্বের মাঝে প্রধান বিচারপতিকে চিঠি দিল কেন্দ্র, জানতে চাওয়া হল উত্তরসূরির নাম

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 07, 2022 | 3:02 PM

একবার পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হলে, নিয়ম অনুযায়ী বিচারকদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শীর্ষ সুপ্রিম কোর্ট প্যানেল কলেজিয়ামের কোনও বৈঠক হতে পারে না।

Supreme Court Of India: বিচারপতি নিয়োগ নিয়ে দ্বন্দ্বের মাঝে প্রধান বিচারপতিকে চিঠি দিল কেন্দ্র, জানতে চাওয়া হল উত্তরসূরির নাম
বিচারপতি উদয় উমেশ ললিত

Follow Us

নয়া দিল্লি: দেশের শীর্ষ আদালতের বিচারপতিদের মধ্যে মতবিরোধের মধ্যে প্রধান বিচারপতি ইউ ইউ ললিতকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করার জন্য চিঠি দিল কেন্দ্রীয় সরকার, সূত্র মারফত এমনটাই খবর। আগামী ৮ নভেম্বর প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের অবসর নেওয়ার কথা। সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন। টুইটার থেকে জানা গিয়েছে, কেন্দ্রীয় আইনমন্ত্রক চিঠি লিখে বিচারপতি ললিতকে তাঁর উত্তরসূরির নাম সুপারিশ করার আবেদন জানিয়েছে।

সাধারণভাবে প্রধান বিচারপতির অবসরের আগে পরবর্তী উত্তরসূরি নামের সুপারিশ চেয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী তাঁকে চিঠি লেখেন। ৮ নভেম্বর প্রধান বিচারপতি ললিত অবসর নেবেন। ৮ নভেম্বরের মধ্যে সর্বসাকুল্যে প্রধান বিচারপতি ললিতের হাতে মাত্র ১৫টি কাজের দিন রয়েছে। কিন্তু ৮ নভেম্বর সরকারি ছুটি থাকায় ৭ নভেম্বর বিচারপতি হিসেবে ললিতের শেষ দিন।

একবার পরবর্তী প্রধান বিচারপতির নাম সুপারিশ করা হলে, নিয়ম অনুযায়ী বিচারপতিদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া শীর্ষ সুপ্রিম কোর্ট প্যানেল কলেজিয়ামের কোনও বৈঠক হতে পারে না। সুপ্রিম কোর্টে প্রবীণ আইনজীবী সহ ৪ জন বিচারপতি নিয়োগ নিয়ে বিবাদের মধ্যেই কেন্দ্রের তরফে এই চিঠি পাঠানো হয়েছে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। ৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য কলেজিয়ামে পেশ করা চারটি নাম বিবেচনা করার কথা ছিল। তবে বিচারকদের ওই দল বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে দেখা করতে পারেননি, কারণ মামলার চাপের কারণে তিনি দিনভর ব্যস্ত ছিলেন।

১ অক্টোবর থেকে আদালতে দশেরার ছুটি পড়ে গিয়েছিল। কলেজিয়ামের দুই বিচারপতি চারটি নামের সুপারিশের বিষয়ে লিখিতভাবে তাদের মতামত চেয়ে প্রধান বিচারপতি ললিতের পদক্ষেপে আপত্তি জানিয়েছেন। বিচারকদের দাবি, তাদের মতামত শুধুমাত্র লিখিতভাবে রাখা যায় না, নিয়ম অনুযায়ী নামগুলি নিয়ে আলোচনা করতে হবে।

Next Article