নয়া দিল্লি: মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়িতে তাঁকে মারধর করা হয়েছে,সম্প্রতি এমনই অভিযোগ জানান আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়াল। কেজরীবালের সহকারী বিভব কুমারকে ইতিমধ্যেই আটক করেছে দিল্লি পুলিশ। এবার সেই ঘটনার তীব্র নিন্দা করলেন কেন্দ্রীয় মন্ত্রীর প্রহ্লাদ যোশী। একই সঙ্গে এদিন ইন্ডিয়া জোট নিয়েও প্রশ্ন তোলেন তিনি। প্রশ্ন তোলেন, কেন এখনও বিরোধী জোট প্রধানমন্ত্রীর মুখ সামনে আনছে না?
শনিবার স্বাতী মালিওয়াল প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রহ্লাদ যোশী বলেন, ‘এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। রাজ্যসভার সাংসদের সঙ্গে এমনটা হয়, আমি ভাবতেও পারি না। তাও আবার মুখ্যমন্ত্রীর বাড়িতে।’
দুই দিন আগেই দিল্লি পুলিশের কাছে এফআইআর দায়ের করেন দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান স্বাতী মালিওয়াল। তাঁর অভিযোগ, গত ১৩ মে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বাড়িতে তাঁকে মারধর করেন বিভব কুমার। চড় থেকে শুরু করে মাটিতে ফেলে বুকে ও পেটে লাথিও মারার ঘটনা ঘটে বলেও অভিযোগ। কেজরীবালের বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ। বিভব কুমারও পাল্টা অভিযোগ জানিয়েছেন স্বাতী মালিওয়ালের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, স্বাতী মালিওয়াল জোর করে, বিনা অনুমতিতে ঢুকেছিলেন কেজরীবালের বাড়িতে।
Patna: “Swati Maliwal, who is a Rajya Sabha MP, being mistreated in the presence of the Chief Minister at the Chief Minister’s residence, is unimaginable. It is highly condemnable,” says Union Minister Pralhad Joshi pic.twitter.com/o3T7MpCvYS
— IANS (@ians_india) May 18, 2024