Pralhad Joshi: ক্ষমতায় থাকাকালীন নিখরচায় রেশন দেয়নি কেন? কংগ্রেসকে তোপ প্রহ্লাদ যোশীর

May 18, 2024 | 8:12 PM

Congress: প্রহ্লাদ যোশী বলেন, "কংগ্রেস এখন বিনা পয়সায় আনাজ দেওয়ার কথা বলছে। অথচ ইউপিএ সরকারের সময় ১০ বছরে কংগ্রেস মানুষকে বিনা পয়সায় কেন আনাজ দিল না? কংগ্রেস দারিদ্র্য নিয়ে বলছে, অথচ আমি ওদের আইএমএফের রিপোর্ট তুলে ধরেই বলতে চাই এনডিএ সরকার ১৩ কোটি মানুষকে গরিবি থেকে বের করে এনেছে।"

Pralhad Joshi: ক্ষমতায় থাকাকালীন নিখরচায় রেশন দেয়নি কেন? কংগ্রেসকে তোপ প্রহ্লাদ যোশীর
প্রহ্লাদ যোশী।
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: ভোটের বাংলায় ‘অন্নভাগ্য’ প্রকল্প নিয়ে সরব কংগ্রেস। ইন্ডিয়া ব্লক সরকার দেশে ক্ষমতায় এলে গোটা দেশে এই প্রকল্প কার্যকর করার কথাও জানিয়েছে তারা। সম্প্রতি বিজেপির বিরুদ্ধে রেশন নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগও তুলেছে কংগ্রেস। সম্প্রতি লখনউ থেকে সর্বভারতীয় কংগ্রেস মল্লিকার্জুন খাড়গে বলেন, ইন্ডিয়া ব্লক ক্ষমতায় আসলে ১০ কেজি করে চাল-গম দেবে। এবার কংগ্রেস ও বিনা পয়সায় শস্য দেওয়া নিয়ে পাল্টা সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

প্রহ্লাদ যোশী বলেন, “এখন ১০ কেজি চালের কথা বলছেন। অথচ ইউপিএ সরকারের সময় ১০ বছরে কংগ্রেস মানুষকে বিনা পয়সায় কেন ১০ কেজি আনাজ দিলেন না? কংগ্রেস দারিদ্র্য নিয়ে বলছে, অথচ আমি ওদের আইএমএফের রিপোর্ট তুলে ধরেই বলতে চাই এনডিএ সরকার ১৩ কোটি মানুষকে দারিদ্র্যসীমা থেকে বের করে এনেছে। ইন্ডি গঠবন্ধন মানে ঝুট আর লুট। মিথ্যা আর লুঠ করা।”

প্রসঙ্গত, মোদী সরকার বিনা পয়সায় ৫ কিলো চাল-গম দেওয়ার কথা ঘোষণা করেছিল বহু আগেই। করোনার সময় থেকেই যা দিয়ে আসছে তারা। লোকসভা ভোটের প্রচারেও এই নিখরচায় রেশনপ্রদানের বিষয়টি বারবার উঠে আসছে।

Next Article