নয়া দিল্লি: করোনাকালে প্রধানমন্ত্রীর নয়া বাসভবন তথা সেন্ট্রাল ভিস্তা প্রজেক্ট (Central Vista Project) কি অত্যন্ত প্রয়োজনীয়? কেন বন্ধ রাখা হচ্ছে না সেন্ট্রাল ভিস্তা! বারবার এই প্রশ্ন কেন্দ্রের বিরুদ্ধে তুলেছে বিরোধীরা। মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। তবে আপাতত কেন্দ্রের পক্ষেই পর্যবেক্ষণ দিল দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, সেন্ট্রাল ভিস্তা অত্যন্ত প্রয়োজনীয়। যেহেতু শ্রমিকরা করোনাকালে নির্মান কাজে রয়েছেন, তাই কাজ বন্ধ করার প্রশ্নই ওঠে না। এমনই পর্যবেক্ষণে জানিয়েছে দিল্লি হাইকোর্ট।
মামলার পর্যবেক্ষণে প্রধান বিচারপতি ডিএন পটেল ও বিচারপতি জ্যোতি সিংয়ের ডিভিসন বেঞ্চ আবেদনকারীকে ১ লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছেন। পর্যবেক্ষণে হাইকোর্ট জানিয়েছে, এই কাজকে সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে। ২০২১ সালের নভেম্বর মাসের মধ্যে এই কাজ শেষ হওয়ার কথা। তাই কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দুই বিচারপতির ডিভিসন বেঞ্চ।
অন্য মলহোত্রা ও সোহেল হাশমি নামে দুই ব্যক্তির দায়ের করা জনস্বার্থ মামলাটিকেও অবৈধ বলে ঘোষণা করে ১ লক্ষ টাকা জরিমানা করেছে হাইকোর্ট। করোনা সংক্রান্ত সতর্কতা হিসেবে কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, নির্মাণ কাজ চলাকালীন কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও আইসেলশনের ব্যবস্থা রয়েছে। নির্মাণকারী সংস্থা শাপোরজি পালোনজি গ্রুপের আইনজীবী মনিন্দর সিং ডেডলাইন বাড়ানোর বিরোধিতা করেছেন। তিনি বলেন, “২ আবেদনকারী ঠিক করতে পারে না প্রজেক্ট কখন শেষ হবে। আগামিকাল কেউ বলবে ১৫ অগস্ট ৩০ অগস্টে উদযাপন করতে!” উল্লেখ্য, সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টে দিল্লি গেটের বিস্তর এলাকায় সৌন্দর্যায়ন হবে। তৈরি হবে নতুন সংসদ ও প্রধানমন্ত্রী বাসভবন।
আরও পড়ুন: ৫০ দিনে সর্বনিম্ন সংক্রমণ, দৈনিক আক্রান্তের দ্বিগুণ সুস্থতার হার