AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India-Pak ceasefire: ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে কি ট্রাম্পের হাত? এবার সংসদে জবাব দিল কেন্দ্র

India-Pak ceasefire: ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে আমেরিকার ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে গতকাল লোকসভায় প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের লিখিত জবাব দেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। লিখিত উত্তরে তিনি জানিয়েছেন, সংঘর্ষবিরতির আবেদন এসেছিল পাকিস্তানের তরফ থেকে।

India-Pak ceasefire: ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে কি ট্রাম্পের হাত? এবার সংসদে জবাব দিল কেন্দ্র
সংসদে কী জবাব দিল কেন্দ্রImage Credit: PTI
| Edited By: | Updated on: Jul 26, 2025 | 10:19 AM
Share

নয়াদিল্লি: অপারেশন সিঁদুরের পর ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে কি আমেরিকার হাত রয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি ঘিরে বিরোধীরা বারবার এই প্রশ্ন তুলেছে। এবার সংসদে এই নিয়ে জবাব দিল কেন্দ্র। স্পষ্ট করে দিল, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে আমেরিকার কোনও ভূমিকা নেই।

গত ৭ মে অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের আঁচ বাড়ছিল। তবে ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। পরে ট্রাম্প দাবি করেন, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তাঁর ভূমিকা রয়েছে। ট্রাম্পের দাবি খারিজ করে দেয় কেন্দ্র। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে তৃতীয় কোনও পক্ষের ভূমিকা নেই।

ভারত-পাকিস্তানের সংঘর্ষবিরতিতে আমেরিকার ভূমিকা রয়েছে কি না, তা নিয়ে গতকাল লোকসভায় প্রশ্ন ওঠে। সেই প্রশ্নের লিখিত জবাব দেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিং। লিখিত উত্তরে তিনি জানিয়েছেন, সংঘর্ষবিরতির আবেদন এসেছিল পাকিস্তানের তরফ থেকে। এরপর দুই দেশের ডিজিএমও স্তরে সরাসরি কথাবার্তার মধ্য দিয়েই সংঘর্ষবিরতি চূড়ান্ত হয়েছে।

লিখিত উত্তরে তিনি আরও জানান, গত ৯ মে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ভারতের তরফে জানানো হয়েছিল, পাকিস্তান যদি বড়সড় আঘাত করে, ব্যাপক প্রত্যাঘাতের জন্য প্রস্তুত ভারত। সংঘর্ষের আবহে বাণিজ্যিক কোনও বিষয় নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা হয়নি বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা। পরিচয় জেনে ২৬ জনকে হত্যা করা হয়। জঙ্গি হামলার পনেরো দিনের মাথায় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালায় ভারতীয় সেনা। একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। অপারেশন সিঁদুরের পর ভারত অবশ্য স্পষ্ট করে দেয়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। পাকিস্তান সেনার কোনও পরিকাঠামো কিংবা সেদেশের সাধারণ নাগরিকদের নিশানা করা হয়নি। তারপরও পাকিস্তান বিনা প্ররোচনায় ভারতীয় সীমান্তেকে গোলাবর্ষণ শুরু করে। তার যোগ্য জবাব দেয় ভারত। গতকাল লোকসভায় কীর্তিবর্ধন সিং জানান, গত ১০ মে পাকিস্তানের তরফে সংঘর্ষবিরতির আবেদন আসার দুই দেশের ডিজিএমও বৈঠকে বসেন। তারপরই সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। তিনি বলেন, “আমাদের দীর্ঘকালীন অবস্থান হল, পাকিস্তানের সঙ্গে যেকোনও ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনাই হবে। তৃতীয় পক্ষের তাতে কোনও হাত নেই বলে সমস্ত দেশকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তা স্পষ্ট করে দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্টকেও।