Cough syrup ban: কাফ সিরাপের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র
Cough syrup ban: কয়েকদিন আগে অ্যান্টি-কোল্ড ড্রাগ ফর্মুলেশনের প্রচারের সময় কাফ সিরাপের বিষয়টি আলোচনায় উঠে আসে। তারপর বিশেষজ্ঞ কমিটির বৈঠকে শিশুদের কাফ সিরাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) ৫ বছরের কম বয়সি শিশুদের সর্দি, কাশির চিকিৎসার জন্য কাফ সিরাপ বা ওষুধ ব্যবহারের সুপারিশ করে না।
নয়া দিল্লি: কাফ সিরাপ খেয়ে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। গামিবিয়া, উজবেকিস্তান থেকে শুরু করে ভারতেও অনেক শিশুর মৃত্যুর সঙ্গে কাফ সিরাপের যোগ রয়েছে বলে দাবি উঠেছে। যার পরিপ্রেক্ষিতে এবার কাফ সিরাপ নিয়ে বড় পদক্ষেপ করল কেন্দ্র। ৪ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্র। ভারতের ওষুধ নিয়ামক সংস্থার তরফে এই বিষয়ে বিশেষ নির্দেশিকা জারি করে রাজ্যগুলিকে চিঠিও দেওয়া হয়েছে।
নির্দেশিকায় কী রয়েছে?
৪ বছরের কম বয়সি শিশুদের কাফ সিরাপ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারির কথা জানিয়ে ওষুধ নিয়ামক সংস্থার তরফে বলা হয়েছে, ঠান্ডা লেগে হওয়া সর্দি-কাশিতে ম্যালেট এবং ফেনাইলেফ্রিনের মিশ্রিত কাফ সিরাপ বা ট্যাবলেট বহুল ব্যবহৃত সাধারণ ওষুধ। এবার এই সমস্ত ওষুধে সতর্কতা লেবেল লাগাতে হবে। যেখানে লেখা থাকবে, ৪ বছর ও তার কম বয়সি শিশুদের জন্য এফডিসি ব্যবহার করা উচিত নয়।
কয়েকদিন আগে অ্যান্টি-কোল্ড ড্রাগ ফর্মুলেশনের প্রচারের সময় কাফ সিরাপের বিষয়টি আলোচনায় উঠে আসে। তারপর বিশেষজ্ঞ কমিটির বৈঠকে শিশুদের কাফ সিরাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (WHO) ৫ বছরের কম বয়সি শিশুদের সর্দি, কাশির চিকিৎসার জন্য কাফ সিরাপ বা ওষুধ ব্যবহারের সুপারিশ করে না।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে গত বছরের মাঝামাঝি পর্যন্ত গামিবিয়া, উজবেকিস্তান এবং ক্যামেরনে কাফ সিরাপের বিষক্রিয়ার জেরে ১৪১ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ২০১৯ সালে ভারতেও কাফ সিরাপের জেরে ১২ শিশুর মৃত্যু হয় এবং ৪ জনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় বলে অভিযোগ উঠেছে।