৬০০ কোটির রাষ্ট্রায়ত্ত জমি নিলামে তুলতে উদ্যোগী কেন্দ্র, ‘অবাধ্য সন্তান’ বলে কটাক্ষ কংগ্রেসের

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Sep 03, 2021 | 7:08 PM

ধাপে ধাপে সরকারের বেসরকারিকরণের পরিকল্পনাগুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে।

৬০০ কোটির রাষ্ট্রায়ত্ত জমি নিলামে তুলতে উদ্যোগী কেন্দ্র, অবাধ্য সন্তান বলে কটাক্ষ কংগ্রেসের
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: সপ্তাহ দুয়েক আগে ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন’ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কেন্দ্র যে রাষ্ট্রায়ত্ত সম্পত্তিগুলি বেসরকারিকরণের দিকে এগোচ্ছে, বস্তুত সেই ঘোষণার মাধ্যমে তা দিনের আলোর মত পরিষ্কার হয়ে গিয়েছিল। এবার ধাপে ধাপে সরকারের বেসরকারিকরণের পরিকল্পনাগুলি প্রকাশ্যে আসতে শুরু করেছে।

জানা গিয়েছে, এবার প্রায় ৬০০ কোটি টাকার রাষ্ট্রায়ত্ত জমি নিলামে তুলতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ৬০০ কোটির রাষ্ট্রায়ত্ত জমি বেসরকারি সংস্থাকে বিক্রি করা হবে বলে খবর সূত্র। সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘বিজনেস স্ট্যান্ডার্ড’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ‘ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন প্রকল্প’-এর মাধ্যমেই এই নিলাম করা হবে। যে রাষ্ট্রায়ত্ত সম্পদগুলি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলি বিক্রি করেই আর্থিক মন্দার পরিস্থিতি কেন্দ্র সামাল দিতে চাইছে বলে সেই রিপোর্টে দাবি করা হয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনেই এই নিলাম হবে বলে খবর।

ঠিক যেভাবে আগে নীতি আয়োগ এর মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ নিলাম করা হয়েছিল, এ ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হবে। ওই রিপোর্টে আরো প্রকাশ পেয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রক শীঘ্রই বিএসএনএল, এমটিএনএল ও শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া মতো অন্যান্য সম্পদগুলি বিক্রির ক্ষেত্রে শেষ পর্যায়ের অনুমতি চাইতে চলেছে। সরকারি সংস্থা এমএসটিসি দ্বারা নির্মিত ই-বিডিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে এই প্রথমবার সম্পদগুলি নিলাম হবে।

সরকারের এই ঢালাও বেসরকারিকরণ নীতি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল এবং শিবসেনার মতো অন্যান্য দল সুর তুলেছে। যদিও কেন্দ্রের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছে, কোনও সম্পদ বিক্রি করা হচ্ছে না, শুধুমাত্র তা লিজে দেওয়া হচ্ছে। যদিও বাস্তব ক্ষেত্রে উল্টো একটি ছবি দেখা যাচ্ছে। যেখানে অব্যবহৃত রাষ্ট্রায়াত্ত সম্পদগুলি বিক্রি করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার, বিরোধীরা অন্তত তেমনটাই অভিযোগ করছে। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং গতকালই কেন্দ্রকে ‘সুট-বুটের সরকার’ বলে কটাক্ষ করেছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, নরেন্দ্র মোদী সরকারের নেওয়া সব সিদ্ধান্তই বেসরকারি সংস্থার স্বার্থের কথা মাথায় রেখে নেওয়া।

এখানেই শেষ নয়, ভারতীয় জনতা পার্টি-সহ কেন্দ্রকে তিনি সেই ‘অবাধ্য ছেলের’ সঙ্গে তুলনা করেছেন যে বাবা-মায়ের সম্পত্তি বেচে দেয়। দিগ্বিজয় কটাক্ষের সুরে বলেন, “পূর্ব পুরুষদের জমা করা সম্পত্তি রক্ষার করার কাজ করে সে সব ছেলে মেয়েরা যারা বাধ্য হয়। কিন্তু যেসব সন্তান অবাধ্য়, তারা সেগুলি বিক্রি করে দেয়। ঠিক যে কাজটা এখন বিজেপি করছে।” তিনি আরও যোগ করেন, নরেন্দ্র মোদী কখনই দেশের ভাল প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ তিনি সেই সব সম্পদ বেচে দিচ্ছেন যা ৭০ বছরে তৈরি হয়েছে। আরও পড়ুন: উদ্বেগ বাড়িয়ে বাংলায় খাতা খুলল কোভিডের ‘ডেল্টা প্লাস’, দুই জেলায় আক্রান্ত ২

Next Article