India Myanmar Border: বাংলাদেশের মতো মায়ানমার সীমান্তেও বসবে বেড়া, ঘোষণা শাহের

এ বিষয়ে অমিত শাহ বলেছেন, “আমি অসমের বন্ধুদের বলছি, নরেন্দ্র মোদী সরকার মায়ানমারের সঙ্গে খোলা সীমান্তে বেড়া দিয়ে চায়, যেমনটা রয়েছে বাংলাদেশ সীমান্তে। মায়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রিজাইম নিয়েও বিবেচনা করা হবে। তবে মুক্তভাবে ভারতে ঢোকা শীঘ্রই বন্ধ হবে।”

India Myanmar Border: বাংলাদেশের মতো মায়ানমার সীমান্তেও বসবে বেড়া, ঘোষণা শাহের
অমিত শাহImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 20, 2024 | 7:15 PM

গুয়াহাটি: মায়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এই ঘোষণা করেছেন। মায়ানমার থেকে বিনা বাধায় ভারতে আসা বন্ধ করতেই এই পদক্ষেপ করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর। মায়ানমারে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সে দেশের সেনার সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতেই মায়ানমারের প্রচুর সেনা জওয়ান ভারতের ভূখণ্ডে ঢুকে আশ্রয় নিয়েছে। এই ঘটনার পরই এই পদক্ষেপের করবে কেন্দ্র। শনিবার গুয়াহাটিতে অসম পুলিশ কম্যান্ডোদের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেছেন, “মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশ সীমান্তের মতোই সুরক্ষিত করা হবে।”

মায়ানমারে আরাকান আর্মি বাহিনীর সঙ্গে মায়ানমার সেনার লড়াই চলছে। গত কয়ের মাস ধরে চলা এই সংঘর্ষে মায়ানমার সেনার অনেক সেনাছাউনি দখল করেছে আরাকান বাহিনী। সেই সব ছাউনির সেনা জওয়ানরা আশ্রয় নিয়েছেন মিজোরামে। মিজোমারের লঙ্গথলাই জেলায় গত তিন মাসে প্রায় ৬০০ মায়ানমারের সেনা আশ্রয় নিয়েছে বলে জানা যাচ্ছে।

ফ্রি মুভমেন্ট রিজাইম (FMR) অর্থাৎ সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত রুখতেই ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এর জেরে সীমান্তের দুপারের বাসিন্দারা চাইলেন এদেশ থেকে ওদেশ করতে পারবেন না। সে ক্ষেত্রে ভিসা নিতে হবে তাঁদের।

এ বিষয়ে অমিত শাহ বলেছেন, “আমি অসমের বন্ধুদের বলছি, নরেন্দ্র মোদী সরকার মায়ানমারের সঙ্গে খোলা সীমান্তে বেড়া দিয়ে চায়, যেমনটা রয়েছে বাংলাদেশ সীমান্তে। মায়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রিজাইম নিয়েও বিবেচনা করা হবে। তবে মুক্তভাবে ভারতে ঢোকা শীঘ্রই বন্ধ হবে।”

প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে ভারতের। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশে রয়েছে এই সীমান্ত।