Covid-19 : করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা! এই পাঁচ রাজ্যের উদ্দেশে সতর্কবার্তা কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 08, 2022 | 9:14 PM

Covid-19 : বিশ্বের বিভিন্ন দেশে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে পাঁচটি রাজ্য়কে সতর্ক করা হল।

Covid-19 : করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা! এই পাঁচ রাজ্যের উদ্দেশে সতর্কবার্তা কেন্দ্রের
প্রতীকী ছবি (সৌজন্যে :PTI)

Follow Us

নয়া দিল্লি : বিশ্বের বিভিন্ন দেশে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। চিন, আমেরিকা, ফ্রান্স, ইতালিতে করোনা সংক্রমণ বাঁধ মানছে না। সংক্রমণ ঠেকাতে এই দেশগুলিতে জারি হয়েছে লকডাউন বিধি। বিশ্বের বিভিন্ন দেশের এই করোনা পরিস্থিতিতে চতুর্থ ঢেউয়ে আশঙ্কা কোনওভাবেই অস্বীকার করা যায় না। এহেন পরিস্থিতিতে কেন্দ্রের তরফে পাঁচটি রাজ্য়কে সতর্ক করা হল। সেই তালিকায় রয়েছে কেরালা, মিজোরাম, মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানা। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ চিঠি পাঠিয়েছেন এই রাজ্যগুলিকে। সেই চিঠিতে তিনি জানিয়েছেন যে, দেশের প্রতিদিনের করোনা সংক্রমণের সংখ্যায় কিছু রাজ্য উপরের সারিতে রয়েছে।

ভূষণ পাঁচ রাজ্যের উদ্দেশে প্রেরিত চিঠিতে লিখেছেন, “রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলি অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম পুনরায় চালু করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সর্বদা পরিস্থিতির মূল্যায়ণের প্রয়োজন।” কেরালা, মিজোরাম, মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানার রাজ্য সরকারকে এই চিঠি পাটানো হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে কেরালায় ২,৩২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা ভারতের মোট সংক্রমণের ৩১.৮ শতাংশ। সাপ্তাহিক পজ়িটিভিটি রেটও কিছুটা বেড়েছে। ১৩.৪৫ শতাংশ থেকে বেড়ে তা হয়েছে ১৫.৫৩ শতাংশ। উল্লেখ্য, ভারতে যতবার কোভিডের কোনও নতুন ঢেউ আছড়ে পড়েছে দিল্লি,মহারাষ্ট্র সবচেয়ে বেশি সংক্রমণ দেখেছে। তাই আগে থেকেই সাবধান বার্তা পাঠানো হয়েছে এই ঝুঁকিপূর্ণ রাজ্যগুলিতে। এই পাঁচ রাজ্যকেই পাঁচটি ধাপ কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। এর মধ্যে রয়েছে টেস্টিং, ট্র্যাকিং, ট্রিটমেন্ট, ভ্যাকসিনেশন এবং কোভিড বিধি মেনে চলা। প্রসঙ্গত, চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে টিকাকরণের ক্ষেত্রে নয়া ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার থেকে কোভিডের বুস্টার ডোজ় বা প্রিকশনারি ডোজ় সব প্রাপ্ত বয়স্কদের দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন : Booster Dose Price : কোভিশিল্ডের বুস্টার ডোজ়ের দাম কত হবে? জানালেন পুনাওয়ালা

Next Article