রাঁচি: ৪ দিনের নির্বাসন শেষ! রাত পোহালেই চম্পাই সোরেনের ‘ভাগ্য পরীক্ষা’। তিনি আদৌ সরকার ধরে রাখতে পারবেন কিনা, তা নির্ধারণ করতে আস্থা ভোট হবে সোমবার। তাই রবিবার রাতেই জোট বিধায়কদের হায়দরাবাদ থেকে ফিরিয়ে আনা হল রাঁচিতে। অন্যদিকে, সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে আস্থা ভোট দেওয়ার অনুমতি দিয়েছে আদালত। শেষ পর্যন্ত, জেএমএম-কংগ্রেস-আরজেডি সরকার টেকে কিনা সেটাই দেখার।
এদিন ঝাড়খণ্ডের শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) এবং তাদের জোট শরিক-সহ মোট ৪০ জন বিধায়ককে হায়দরাবাদ থেকে রাঁচিতে নিয়ে আসা হয়। আগামিকাল, ৫ ফেব্রুয়ারি বিধানসভায় আস্থা ভোটে তাঁরা অংশগ্রহণ করবেন। মূলত, ‘পদ্ম অপারেশনে’র ভয়েই তাঁদের হায়দরাবাদে এক রিসর্টে পুলিশি প্রহরায় রাখা হয়েছিল। অন্যদিকে, হেমন্ত সোরেন বর্তমানে জেলবন্দি। তবে তিনিও আস্থা ভোট দেওয়ার সুযোগ পাবেন। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে চম্পাই সোরেনের দাবি, তাঁর পক্ষে পর্যাপ্ত সংখ্যক বিধায়ক রয়েছেন। রাজ্যপালের কাছে এব্যাপারে রিপোর্ট জমা দিয়ে তিনি বলেন, “৪৩ জন বিধায়ক আমাদের সমর্থবনে রয়েছেন। আমরা এই সংখ্যাটা বাড়িয়ে ৪৬-৪৭ কর। তাহলে আর সমস্যা থাকবে না। আমাদের মহাজোট অনেক শক্তিশালী।”
যদিও কীভাবে সংখ্যা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়। স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ড সরকার আদৌ টিকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এদিকে, দুই জেএমএম বিধায়ক ভোট এড়িয়ে যেতে পারেন বলে গুঞ্জন উঠেছে। সেটা হলে সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা কমিয়ে আনা হতে পারে বলে আশা করা হচ্ছে। ৮১ আসনের বিধানসভায় একটি আসন খালি রয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা হল, ৪১। বর্তমানে জোট সরকারের মোট ৪৬ জন বিধায়ক রয়েছেন। আর বিজেপি ও তাদের শরিক দলের মোট ২৬ জন বিধায়ক রয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের সেপ্টেম্বরেও হেমন্ত সোরেনের সরকারকে ফ্লোর টেস্টের মুখোমুখি হতে হয়েছিল। সেবার তাঁর পক্ষে ৪৮টি ভোট পড়েছিল। ফলে পরীক্ষায় জিতে সরকার ধরে রাখেন হেমন্ত সোরেন। এবার যখন বিধানসভা নির্বাচনের যখন আর কয়েক মাস বাকি, তখন ফের ফ্লোর টেস্টের মুখোমুখি হতে হচ্ছে জেএমএম জোট সরকারকে।