শুধু শিক্ষাবিদ নয়, কারা হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোন নীতির পথে কেন্দ্রীয় সরকার

Jyotirmoy Karmokar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 07, 2025 | 11:26 AM

Governor: উপাচার্য, অধ্যাপক, চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ইউজিসি। তার আগে খসড়া প্রকাশ করা হয়। সাধারণ মানুষের মতামত চাওয়া হচ্ছে।

শুধু শিক্ষাবিদ নয়, কারা হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোন নীতির পথে কেন্দ্রীয় সরকার
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: মুখ্যমন্ত্রী নয়, রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে চূড়ান্ত ক্ষমতা থাকবে আচার্যের হাতেই। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের প্রকাশ করা খসড়ায় এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া হল। রাজ্যপাল নন, মুখ্যমন্ত্রীই যাতে আচার্য হন, সেই সংক্রান্ত বিল ইতিমধ্যেই পেশ হয়েছে বিধানসভায়। কেরলের বিধানসভাতেও এই একই বিল পাশ হয়েছে। এবার সেই উপাচার্য নিয়োগের নীতি নিয়ে খসড়া প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ফলে ফের তীব্র হতে চলেছে রাজনৈতিক তরজা। খসড়ায় বলা হয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষমতা থাকবে আচার্যের হাতে।

শিক্ষা মন্ত্রকের তরফে প্রস্তাবের খসড়া দেওয়া হয়েছে। জন সাধারণের মতামত চাওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষাজগতের বাইরের বিশিষ্ট ব্যক্তিরাও হতে পারবেন উপাচার্য। শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থার শীর্ষ আধিকারিক বা সরকারি নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত শীর্ষ আধিকারিকদেরও উপাচার্য হিসেবে নিয়োগ করা যেতে পারে দেশের যে কোনও বিশ্ববিদ্যালয়ে।

রাজ্যপাল অথবা আচার্য পদে যিনি থাকবেন তিনি উপাচার্য নিয়োগের জন্য তিন জনের মার্চ অথবা সিলেকশন কমিটি গঠন করবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগে কোনও সীমাও থাকছে না। তবে যদিও প্রস্তাবিত নির্দেশিকায় সরাসরি রাজ্যপালের কথা উল্লেখ করা হয়নি। যিনি আচার্য পদে থাকবেন, তিনিই উপাচার্য নিয়োগের নিয়ন্ত্রণ থাকবে তাঁর হাতেই। উপাচার্য, অধ্যাপক, চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে ইউজিসি। সেই সংক্রান্ত খসড়াও প্রকাশ করা হয়েছে।

Next Article