রায়পুর: শারীরিক সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বচসা। ঝামেলা এতটাই চরমে পৌঁছয় যে আত্মহত্যার (Suicide) সিদ্ধান্ত নেন স্ত্রী। বাড়ির কুয়োতেই ঝাঁপ দেন মহিলা। স্ত্রীকে বাঁচাতে সঙ্গে সঙ্গেই কুয়োয় ঝাঁপ দেন স্বামীও। কোনওমতে টেনে কুয়ো থেকে উদ্ধার করেন স্ত্রীকে। এতদূর অবধি সব ঠিকই ছিল। কিন্তু কাহিনি বদলে গেল এরপর। কুয়ো থেকে স্ত্রীকে তোলার পর নিজের হাতেই স্ত্রীকে খুন (Murder) করলেন ব্য়ক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ছত্তীসগঢ়ের (Chhattisgarh) যশপুর জেলায়। পুলিশ ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম আশা বাই। তাঁর স্বামী শঙ্কর রাম সোমবার রাতে তাঁকে খুন করেন। জানা গিয়েছে, ওই দিন রাতে স্বামী-স্ত্রী দুইজন মিলে একসঙ্গে মদ্যপান করেছিলেন। এরপরে শঙ্কর স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন করার চেষ্টা করেন, কিন্তু স্ত্রী বাধা দেন। এই নিয়েই দুইজনের মধ্যে বচসা শুরু হয়। দীর্ঘক্ষণ ধরে বচসা চলার পর হঠাৎ আশা বাই উঠে গিয়ে বাড়ির কুয়োয় ঝাঁপ দেন। পিছু পিছু শঙ্করও কুয়োয় ঝাঁপ দেন এবং স্ত্রীকে টেনে কুয়ো থেকে তোলেন।
তবে প্রাণরক্ষার পরও ঝামেলা মেটেনি। ফের স্বামী-স্ত্রীর মধ্যে বচসা শুরু হয়। রাগের বশে শঙ্কর স্ত্রীর যৌনাঙ্গে আঘাত করেন এবং তাঁকে খুন করেন। স্ত্রীকে হত্যার পর সারা রাত দেহের পাশেই বসেছিলেন অভিযুক্ত স্বামী। পরে সকালে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করেন এবং নিহত মহিলার স্বামীকে খুনের দায়ে গ্রেফতার করে।