Rahul Gandhi: ‘মহব্বত কা শরবত’ খেলেন রাহুল গান্ধী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 19, 2023 | 12:15 PM

Rahul Gandhi's Food Walk: মঙ্গলবার দিল্লিতে ফিরেই রাহুল গান্ধীর প্রথম গন্তব্য ছিল দিল্লির কনৌট প্লেসের কাছে অবস্থিত বাঙালি মার্কেটে। সেখানে গিয়ে বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং দোকানীদের সঙ্গে কথা বলেন রাহুল। এরপরে হঠাৎ রাস্তার ধারে বসা একটি ফুচকার দোকানে হাজির হন।

Rahul Gandhi: মহব্বত কা শরবত খেলেন রাহুল গান্ধী
ফুচকা-সরবতে মজলেন রাহুল গান্ধী। ছবি টুইটার

Follow Us

নয়া দিল্লি: ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে কর্নাটকে (Karnataka)কোলার থেকে থেকে মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই মন্তব্যের জেরে মানহানি মামলায় (Defamation Case) সম্প্রতিই দোষী সাব্য়স্ত হন রাহুল, দুই বছরের কারাদণ্ড হয়। এদিকে, আদালতে সাজা পেতেই সঙ্গে সঙ্গে লোকসভার সাংসদ পদও (MP Post) খোয়ান রাহুল। মাস পার হলেই কর্নাটকে বিধানসভা নির্বাচন (Karnataka Assembly Election2023)। সেই সোলার থেকেই কংগ্রেসের হয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রাহুল গান্ধী। দুইদিন নির্বাচনী প্রচার সারার পর মঙ্গলবার রাজধানী দিল্লি(Delhi)-তে ফেরেন রাহুল। আর নিজের শহরে ফিরেই রাহুল ছুটলেন ইফতারের আনন্দে সামিল হতে। কোনও নেতার বাড়িতে নয়, বরং দিল্লির বিভিন্ন জনবহুল মার্কেটে ঘুরেই ভিন্ন স্বাদের নানা খাবারের পদ উপভোগ করলেন রাহুল। কংগ্রেস নেতাকে এমন অন্য রূপে দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ।

মঙ্গলবার দিল্লিতে ফিরেই রাহুল গান্ধীর প্রথম গন্তব্য ছিল দিল্লির কনৌট প্লেসের কাছে অবস্থিত বাঙালি মার্কেটে। সেখানে গিয়ে বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং দোকানীদের সঙ্গে কথা বলেন রাহুল। এরপরে হঠাৎ রাস্তার ধারে বসা একটি ফুচকার দোকানে হাজির হন। সেখানে হাত পেতে, পাত পেড়ে ফুচকা খান রাহুল। তাঁকে চারিদিক থেকে ঘিরে রাখেন দেহরক্ষীরা।

এরপর সেখান থেকে পুরনো দিল্লির চাঁদনিচকে যান রাহুল। রমজান উপলক্ষে সেখানে রাস্তার ধারে বিভিন্ন খাবারের দোকান বসেছিল। এক দোকানির অনুরোধে তরমুজের একটা লম্বা টুকরোতে কামড় বসান রাহুল। প্রচণ্ড ভিড় ও গরমে তেষ্টা মেটাতে এরপর তিনি যান মাটিয়া মহল এলাকার বিখ্যাত ‘মহব্বত কা শরবত’ দোকানে। সেখানে তরমুজ দিয়ে তৈরি শরবত খাওয়ার পর আল জাওহার রেস্তোরাঁয় যান কাবাব খেতে। গরম গরম কাবাব দারুণ উপভোগ করেন রাহুল। তাঁর প্লেটে ভাগ বসান এক ফুড ব্লগারও।

শুধু খাওয়া-দাওয়াই নয়, সাধারণ মানুষদের সঙ্গে কথাও বলেন রাহুল। জনতার অনুরোধে একাধিক সেলফিও তোলেন তিনি। রমজানের সময়ে দারুণ খাবার উপভোগ করতেই তিনি চাঁদনি চকে এসেছিলেন বলে জানান। পেটে জায়গা থাকলে আরও কিছু খাবার চেখে দেখতেন বলেও জানান খাদ্যরসিক রাহুল গান্ধী।

Next Article