
দোকানে কখনও মুরগি কাটতে দেখেছেন? একটা মোচড় দিলেই মটকে যায় মুরগির গলা। কেউ বা বঁটির এক কোপে মাথা আর ধড় আলাদা করে দেয় মুরগির। এবার সেই মুরগির গলার দিকেই কুনজর দিয়েছে বাংলাদেশ। চাইছে গলা মটকে দিতে। কিন্তু ওতই কি সোজা? চিন তো সেই কবে থেকে প্যাঁয়ত্যাড়া করছে, তারা পারল না তো বাংলাদেশ কোন ছাড়! তবে ওপার বাংলার এই ‘শূন্য বুলি’কে কিন্তু হালকাভাবে নিচ্ছে না সরকার। চিন্তা বাড়িয়েছে চলতি সপ্তাহেই রাজ্য থেকে গ্রেফতার হওয়া নিষিদ্ধ সংগঠন আনসার-আল-ইসলাম বাংলাদেশের বা আনসারুল্লা বাংলা টিমের ৮ জঙ্গি সদস্য। তার কারণ, এদের জেরা করে জানা গিয়েছে, তলে তলে স্লিপার সেল তৈরি করা হচ্ছিল। এদের লক্ষ্য ছিল এই ‘চিকেনস নেক’কে টার্গেট করা, সেখানে অস্থিরতা ছড়ানো। এই যে চিকেনস নেক নিয়ে এত আলোচনা, কী এই চিকেনস নেক? সত্যিই মুরগির গলা নাকি? চিকেনস নেক কী? আসল নয়, মানচিত্রে...