দেশে আসছে মডার্না! ডিসিজিআই অনুমোদন চাইল সিপলা

সুমন মহাপাত্র |

Jun 29, 2021 | 1:53 PM

Moderna Vaccine In India: যদিও সিপলা জানিয়েছে এখনও করোনা প্রতিষেধক আমদানি নিয়ে চূড়ান্ত কোনও চুক্তি হয়নি।

দেশে আসছে মডার্না! ডিসিজিআই অনুমোদন চাইল সিপলা
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি: দেশে টিকাকরন চলছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ও স্পুটনিক ভি-র মাধ্যমে। এ বার সেই তালিকায় নাম যোগ হতে পারে মার্কিন টিকা মডার্নার। দেশে মডার্নার করোনা টিকা আনতে চেয়ে ডিসিজিআই অনুমোদন চেয়েছে ফার্মা সংস্থা সিপলা। সূত্রের খবর, ২৮ জুন এই আবেদনপত্র ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার কাছে জমা দিয়েছে সিপলা (Cipla)।

যদিও সিপলা জানিয়েছে এখনও করোনা প্রতিষেধক আমদানি নিয়ে চূড়ান্ত কোনও চুক্তি হয়নি। এর আগেও মার্কিন টিকা ফাইজ়ারের জন্য একই ধরনের আবেদন জমা পড়েছিল।বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এ-ও জানা গিয়েছিল, কেন্দ্রের সঙ্গে ফাইজ়ারের চুক্তিও অনেকটাই এগিয়েছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বরের ৩০ তারিখ তৃতীয় পর্বের ট্রায়ালের তথ্য প্রকাশ্যে এনেছিল মডার্না। যেখানে ৯৪.১ শতাংশ কার্যকরিতার দাবি তুলেছিল ওই সংস্থা। মডার্নাকে আমেরিকা প্রথম আপদকালীন অনুমোদন দেয় ১৯ ডিসেম্বর। কানাডা অনুমোদন দেয় ২৩ ডিসেম্বর। এরপর অনুমোদন দেয় ইউরোপীয় এজেন্সিও।

কেন্দ্র কয়েকদিন আগে জানিয়েছিল, দেশে টিকা সঙ্কট মেটানোর জন্য দ্রুত বিদেশি করোনা প্রতিষেধকগুলিকে অনুমোদন দিতে চায় তারা। সেখান থেকে জোরাল হয়েছে দ্রুত ফাইজ়ার বা মডার্নার দেশে অনুমোদন পাওয়ার বিষয়। যদিও একাধিক রাজ্য সরকার এই ২ সংস্থার কাছে টিকার বরাদ দিতে চেয়ে সুফল পায়নি। মার্কিন সংস্থা জানিয়েছে, তারা স্রেফ কেন্দ্র সরকারের সঙ্গেই চুক্তি করবে।

আরও পড়ুন: ১৫ মিনিটের ব্যবধানে করোনা টিকার ৩ ডোজ়, টিএমসিতে অভিযোগ বিজেপির

Next Article