নয়া দিল্লি: “অভিভাবকের মতো ভরসা রাখুন…।” শনিবার এক অনুষ্ঠানে আইন এবং নৈতিকতা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে জনগণকে এমনই বার্তা দিলেন দেশের মুখ্য বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়। একইসঙ্গে শুক্রবারের উদ্ধৃতি তুলে ধরে সিজেআই বলেন, “কোনও মামলা-ই ছোট নয়।” অর্থাৎ আইনমন্ত্রীর উল্টো সুর শোনা গেল প্রধান বিচারপতির গলায়।
এদিন মূলত বিশিষ্ট বিচারপতি তথা প্রাক্তন অ্যার্টনি জেনারেল প্রয়াত অশোক দেশাইয়ের স্মরণসভায় যোগ দিয়েই জনগণের প্রতি বিশেষ বার্তা দেন দেশের প্রধান বিচারপতি ডি. ওয়াই চন্দ্রচূড়। আইন ও বিচারব্যবস্থার উপর ভরসা রাখার বার্তা দিয়ে তিনি বলেন, “আমাদের নাগরিকদের স্বাধীনতা রক্ষার ক্ষেত্রে অভিভাবক হিসাবে আমাদের উপর ভরসা রাখুন। দেশ ও জাতির জন্য কোনও আদালতের কাছেই কোনও মামলা খুব বড় বা খুব ছোট নয়। কারণ এটা আমাদের কাছে নাগরিকদের আস্থা, আইন এবং স্বাধীনতা রক্ষার পুরো প্রক্রিয়া এটি। আমাদের বিবেকের ডাক এবং নাগরিকদের স্বাধীনতার আর্তনাদে সাড়া দিতে হয়। যদি আমরা ব্যক্তি স্বাধীনতার বিষয়ে পদক্ষেপ না করি এবং পরিত্রাণ না দিই, তাহলে আমরা এখানে কী করছি?”
প্রধান বিচারপতির এই মন্তব্য কেন্দ্রীয় আইনমন্ত্রীর মন্তব্যেরই জবাব বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কেননা গত বুধবার সংসদে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু সুপ্রিম কোর্টে মামলা নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেছিলেন, “কোনও ছোট মামলা সুপ্রিম কোর্টের জন্য নয়। কেবল সাংবিধানিক বিষয় সংক্রান্ত মামলা শোনা উচিত সুপ্রিম কোর্টের। জামিনের আবেদন বা জনস্বার্থ মামলা এড়িয়ে চলা উচিত।”
আইনমন্ত্রীর এই মন্তব্যের পরই সিজেআই ডি.ওয়াই চন্দ্রচূড়ের নাগরিকদের স্বাধীনতা রক্ষা করা আইনের দায়িত্ব মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন তিনি নাগরিকদের অধিকার রক্ষা প্রসঙ্গে দেশাইয়ের সংস্কৃত মন্তব্য উদ্ধৃত করে বলেন, “বিনয়ের উপরই শিক্ষা অবস্থান করে।”