Tawang: ‘চিনকে যোগ্য জবাব দিতেই হবে’, দাবি তাওয়াং সীমান্তে লালফৌজ হামলার প্রত্যক্ষদর্শীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 17, 2022 | 7:05 PM

চিনা বাহিনীর ভারতে অনুপ্রবেশের ষড়যন্ত্র ঠেকাতে ইতিমধ্যে তাওয়াঙ সীমান্তে জোর নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা। যে কোনও রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারতীয় সেনা প্রস্তুত

Tawang: চিনকে যোগ্য জবাব দিতেই হবে, দাবি তাওয়াং সীমান্তে লালফৌজ হামলার প্রত্যক্ষদর্শীর
তাওয়াঙে চিনা হামলার প্রত্যক্ষদর্শী। নিজস্ব চিত্র।

Follow Us

তাওয়াং: সেনাদের পাশে সর্বদা রয়েছেন, তাঁদের সবরকমভাবে সাহায্য করতে প্রস্তুত তাওয়াঙের বাসিন্দারা। TV9 ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে এমনই দাবি জানালেন তাওয়াঙের এক বাসিন্দা। শুধু দাবি জানানো হয়, দিন কয়েক আগে ‘লালফৌজ’ ভারতীয় সেনার উপর হামলা চালালে জখম সেনাদের হাসপাতালে নিয়ে যেতেও এগিয়ে আসেন তাওয়াঙের বাসিন্দারা।

TV9 ডিজিটালকে দেওয়া সাক্ষাৎকারে তাওয়াঙের এক বাসিন্দা বলেন, “সেদিন হামলা হলেও আমাদের সেনাদের আঘাত খুব বেশি ছিল না। অল্প জখম ছিল। সঙ্গে সঙ্গে এলাকা ফাঁকা করে আহত সেনাদের স্থানীয় ৩০৫ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমরা সবসময় সেনাদের পাশে আছি। সেনাদের পাশে দাঁড়াতে, সেনাদের সাহায্য করতে আমরা সবসময় আগে থাকি।” স্থানীয় বাসিন্দাদের এই সমর্থন ভারতীয় সেনাদের যে বাড়তি জোর, অনুপ্রেরণা, তা বলা বাহুল্য।

গত ৯ ডিসেম্বর ও ১১ ডিসেম্বর তাওয়াঙ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করে চিনা সেনা। যদিও ভারতীয় সেনাদের তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হয়। লালফৌজের অতর্কিত হামলায় কয়েকজন ভারতীয় সেনা জখম হয়। তবে শেষপর্যন্ত চিনকে যোগ্য জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তারপরই চিনকে যোগ্য জবাব দিতে তাওয়াঙে জোর প্রস্তুতি শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। আর সেনাবাহিনীর পাশে থাকার বার্তা দিয়ে চিনকে যোগ্য জবাব দিতেই হবে বলে দাবি তুলেছেন তাওয়াঙের বাসিন্দারা।

চিনা বাহিনীর ভারতে অনুপ্রবেশের ষড়যন্ত্র ঠেকাতে ইতিমধ্যে তাওয়াং সীমান্তে জোর নজরদারি শুরু করেছে ভারতীয় সেনা। যে কোনও রকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারতীয় সেনা প্রস্তুত বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ইতিমধ্যে তাওয়াঙ সীমান্তের আকাশে উড়তে শুরু করেছে ‘সুখোই-৩০’, ‘এমকেআই’, ‘অ্যাপাচে’-র মতো যুদ্ধবিমানের আনাগোনা শুরু হয়েছে। ফ্রান্স থেকে আরও একটি রাফায়েল এসেছে ভারতের হাতে। সেটিও শীঘ্রই তাওয়াঙে যেতে পারে বলে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর। ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর সফল উৎক্ষেপণও করেছে ভারত। যা বেজিংয়ের কাছে বিশেষ বার্তাবহ বলে মনে করছে কূটনৈতিক মহল।

অন্যদিকে, শিলিগুড়ির সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত প্রায় ৫৩ কিমি রেলপথ নির্মাণকাজ জোরকদমে শুরু চলছে। এই রেলপথের কাজ সম্পূর্ণ হলে দ্রুত সেনা ও রসদ পাঠানোর ক্ষেত্রে এটা যে বড় ভূমিকা নেবে, বলা বাহুল্য।

Next Article