কলকাতা: আর কত নির্যাতন সইতে হবে? বিচার চাইছে তিলোত্তমা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। একইসঙ্গে দাবি উঠেছে নারা স্বাধীনতারও। রাতে রাস্তায় বের হতে কেন ভয় পেতে হবে মহিলাদের? নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতেই আজ, ১৪ অগস্ট ডাক দেওয়া হয়েছে রাত দখলের (Reclaim the Night)। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত ১১ টা ৫৫ মিনিটে জমায়েত হবেন মহিলারা। তবে শুধু রাজ্যেই নয়, তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে এবার দেশের বিভিন্ন প্রান্তেও উঠল রাত দখলের ডাক। দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুতেও আজ রাত দখল হবে।
রাত দখলের ডাক ছিল প্রথমে কলকাতার কয়েকটি অংশে। কিন্তু সমর্থন বাড়তেই তার বিস্তারও বাড়ে। জমায়েতের তালিকায় আরও জায়গা সংযোজন হয়। বিভিন্ন জেলাতেও রাত দখলের ডাক দেওয়া হয়েছে। এবার রাজ্যের গণ্ডি পার করেও পৌঁছল রাত দখলের ডাক।
আজ দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা ‘রিক্লেম দ্য নাইট’-র ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় জমায়েত হবে।
মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনেও জমায়েতের ডাক দেওয়া হয়েছে। রাত সাড়ে ১১টায় এই জমায়েত হবে।
এর পাশাপাশি বেঙ্গালুরুতেও রাত দখলের ডাক দেওয়া হয়েছে। বেঙ্গালুরুর তিন জায়গা- স্লিকবোর্ড জংশন (৫০০ডি বাস স্টপের কাছে), ফিনিক্স মার্কেট সিটি (হোয়াইটফিল্ডের মেইন গেটের কাছে), কোরমঙ্গল ফোরাম মলের সামনে জমায়েত করা হবে। বেঙ্গালুরুতেও রাত ১১.৩০ টায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে।