পটনা: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য তথা গোটা দেশ। নৃশংস অত্যাচার ও হত্যার প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসক থেকে সাধারণ মানুষ। কলকাতার এই ঘটনায় যখন দেশজুড়ে শোরগোল, সেই সময় পড়শি রাজ্য বিহারে উঠে এল নৃশংসতা-নিষ্ঠুরতার চিত্র। পুকুরের পাশ থেকে উদ্ধার হল এক দলিত কিশোরীর অর্ধ নগ্ন দেহ। তাঁর গোপনাঙ্গে ৫০বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধর্ষণ করেই খুন করা হয়েছে ওই কিশোরীকে।
ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফ্ফরপুরের ছাপড়া গ্রামে। জানা গিয়েছে, গত রবিবার থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। পরিবারের সদস্যরা বিস্তর খোঁজাখুঁজি করেও তাঁর খোঁজ না পাওয়ায়, পুলিশের দ্বারস্থ হয়।
এদিকে, এলাকাবাসীরা গ্রামের একটি পুকুরের পাশে কিশোরীর দেহ পড়ে থাকতে দেখে। অর্ধ নগ্ন অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার করা হয়। সোমবার ভোরে স্থানীয় এক বাসিন্দা গবাদি পশুর জন্য খড় কাটতে গেলে ধানক্ষেতে গোছা গোছা ছেঁড়া চুল ও রক্ত পড়ে থাকতে দেখেন। এরপরই আরও একটু এগোলে, পুকুরের পাশে কিশোরীর রক্তাক্ত দেহ পড়ে থাকেন। এরপরই পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গ ক্ষত-বিক্ষত করে দেওয়া হয়েছে। ৫০ বারেরও বেশি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে গোপনাঙ্গে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে। ছুরি দিয়ে আঘাত ও লাঠি পেটা করে খুন করা হয়েছে নির্যাতিতাকে। ইতিমধ্যেই ফরেন্সিক টিমও ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে। এসেছে ডগ স্কোয়াডও। গোটা ঘটনার তদন্ত করা হচ্ছে।