Coal Smuggling Case: কয়লাকাণ্ডে এবার দিল্লিতে তলব রাজ্যের এক মন্ত্রীর ভাইকে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 03, 2022 | 4:46 PM

Coal Smuggling Case: তবে, তার আগে অর্থাৎ ১৪ নভেম্বরও একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির ইডির অফিসে তলব করা হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে।

Coal Smuggling Case: কয়লাকাণ্ডে এবার দিল্লিতে তলব রাজ্যের এক মন্ত্রীর ভাইকে
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: কয়লা পাচার কাণ্ডে এবার তলব করা হল রাজ্যের এক মন্ত্রীর ভাইকে। ১৮ নভেম্বর দিল্লিতে ইডি দফতরে ডাকা হয়েছে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে। এমনটাই সূত্রের খবর। স্বরূপ বিশ্বাসের পাশাপাশি কয়লা কাণ্ডে ডেকে পাঠানো হয়েছে বিন্নি শর্মা নামে এক ব্যবসায়ী এবং আসানসোলের তৃণমূল নেতা ভি শিবদাসনকেও। ১৭ নভেম্বর দিল্লিতে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তাঁদের।

তবে, তার আগে অর্থাৎ ১৪ নভেম্বরও একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির ইডির অফিসে তলব করা হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়কে। সূত্র মারফত খবর, লালার ডায়েরি ও আর্থিক লেনদেনের তথ্যের ভিত্তিতেই তলব করা হয়েছে তাঁদের।

কয়লা কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীর। নাম জড়িয়েছে খোদ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কয়লা কাণ্ডে একাধিকবার ইডির মুখোমুখি হয়েছেন অভিষেক, তাঁর স্ত্রী রুজিরা। ইতিমধ্যেই অভিষেককে ২ বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরাকে একেবারে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। গত ১৪ জুন বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ২৩ জুন আবার ইডি’র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন রুজিরা।

Next Article