Rashtrapati Bhavan: ‘বিপদে গণতন্ত্র’, বিশাল ব্যানার নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল কংগ্রেস-সহ বিরোধীদের

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Mar 24, 2023 | 2:15 PM

Parliament to Rashtrapati Bhavan march: শুক্রবার (২৪ মার্চ), 'ডেমোক্রেসি ইন ডেঞ্জার' (বিপদে গণতন্ত্র) লেখা ব্যানার হাতে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল করল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার বিষয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছে বিরোধীরা।

Rashtrapati Bhavan: বিপদে গণতন্ত্র, বিশাল ব্যানার নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল কংগ্রেস-সহ বিরোধীদের
রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলির

Follow Us

নয়া দিল্লি: বিরাট ব্যানারে লেখা ‘ডেমোক্রেসি ইন ডেঞ্জার’ (বিপদে গণতন্ত্র)। মঙ্গলবার, এই ব্যানার হাতে সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে মিছিল করল কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। শুক্রবার (২৪ মার্চ), গুজরাটের সুরাটের এক আদালত প্রাক্তন কংগ্রেস সভাপতি নেতা রাহুল গান্ধীকে, ২০১৯ সালের এক মানহানির মামলায় দোষী সাব্যস্ত করেছে। তারপর থেকে গোটা ভারত জুড়েই আন্দোলনে নেমেছে কংগ্রেস। একযোগে বিরোধীরা দাবি তুলেছে যে, বিপদে ভারতের গণতন্ত্র। কংগ্রেস এদিন সংসদেও বিষয়টি তুলেছিল। এই নিয়ে দুই কক্ষেই তুমুল হই-হট্টগোল শুরু হয়। তারপরই এই ইস্যুতে এবং আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি নিয়ে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছে বিরোধীরা। তবে, বিরোধী নেতাদের রাষ্ট্রপতি ভবনে পৌঁছনোর আগেই আটকানোর জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সংসদ থেকে বিজয় চকে পৌছনোর সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশ বিরোধী নেতাদের আটক করে। আগেই অবশ্য পুলিশের পক্ষ থেকে বিরোধীদের মিছিল না করার বিষয়ে সতর্ক করা হয়। কারণ, বিজয় চকে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁর কণ্ঠরোধ করার উদ্দেশ্যে। কংগ্রেস সভাপতি তথা লোকসভার বিরোদী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে বলেন, “এই মিছিল দেশের সংবিধান এবং গণতন্ত্রকে রক্ষার মিছিল। ওরা রাহুল গান্ধীকে কথা বলতে দিচ্ছে না। তার মানে ওরা লুটপাট চালিয়ে যাবে এবং আপনাকে আপনার মুখ বন্ধ রাখতে হবে। রাহুল গান্ধী আজ একটি চিঠি লিখে কথা বলার (সংসদে) অনুমতি চেয়েছিলেন, কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। এভাবে চলতে থাকলে দেশে স্বৈরাচারী শাসন কায়েম হবে।” এই মিছিলের আগে ১২টি বিরোধী দলের নেতারা সংসদে মল্লিকার্জুন খাড়্গের কার্যআলয়ে এক বৈঠক করেন।

 

Next Article