নয়া দিল্লি: আবারও এককাট্টা বিরোধীরা। মঙ্গলবারই হয়ে গেল ইন্ডিয়া জোটের বৈঠক (INDIA Alliance Meeting)। এই জোটের বৈঠকে আসন ভাগাভাগি থেকে প্রধানমন্ত্রীর মুখ কে হবেন, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিরোধী জোটের প্রধানমন্ত্রীর মুখ হিসাবে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)-র নাম প্রস্তাব করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সমর্থন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও। আগামী ৩১ ডিসেম্বরের মধ্য়েই আসন ভাগাভাগির আলোচনাও শেষ করে ফেলতে হবে, এমনটাই দাবি জানিয়েছে তৃণমূল সহ একাধিক বিরোধী শরিকি দল। এদিকে, ইন্ডিয়া জোটের বৈঠক শেষ হতেই বড় সিদ্ধান্ত কংগ্রেসের। তড়িঘড়ি তলব করা হল বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে।
জানা গিয়েছে, ইন্ডিয়া জোটের বৈঠকের পর আজই, বুধবার বাংলার প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দিল্লিতে জরুরি ভিত্তিতে তলব করা হয়েছে। বাংলার নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের কী অবস্থান হবে, তা চূড়ান্ত করতেই এই জরুরি বৈঠকের ডাক দিয়েছে কংগ্রেসের হাইকম্যান্ড।
কেন্দ্রে জোট বাঁধলেও রাজ্যে তৃণমূলের সম্পূর্ণ বিপরীত অবস্থান কংগ্রেসের। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারাতেই সিপিআইএমের সঙ্গে জোট বাঁধে কংগ্রেস। ইন্ডিয়া জোট গঠনের পরও সুর চড়িয়েছিলেন বাংলার কংগ্রেস নেতারা। তৃণমূলের সঙ্গে জোট মানতে চাননি কংগ্রেস নেতারা। যদিও সেই বিরোধিতায় বিশেষ লাভ হয়নি। এবার ইন্ডিয়া জোট যেহেতু আসন ভাগাভাগির আলোচনায় বসছে, তাই পশ্চিমবঙ্গ নিয়ে রাজ্যের কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে আলোচনা চায় শীর্ষ নেতৃত্ব।
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আসন ভাগাভাগির আলোচনা শেষ করতে হবে। মঙ্গলবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোক্ষম চাল দিয়েছেন মল্লিকার্জুন খাড়্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে প্রস্তাব দিয়ে। একইসঙ্গে যে রাজ্য়ে যে দল সংখ্যাগরিষ্ঠ, তাদের নেতৃত্বেই আসন ভাগাভাগির কথাও বলেছেন তিনি। কংগ্রেসকে ৩০০টি আসনে লড়তে বলে, বাকি বিরোধীদের জন্য ২৪৫টি আসন ছেড়ে দিতে বলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
সূত্রের খবর, বাংলায় ৪২টি আসনেই লড়তে চায় তৃণমূল কংগ্রেস। অধীর রঞ্জন চৌধুরী জোর গলায় তৃণমূলের বিরোধিতা করলেও, শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিলে জোট বাধা ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে বাংলার কংগ্রেস নেতাদের অবস্থান কী হবে, তা নিয়েই আলোচনা হতে পারে সংসদে।