বেঙ্গালুরু : গতকালে দেশের ১৫ তম রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংসদে ও বিভিন্ন রাজ্য় বিধানসভায় অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ায় ভোট দিয়েছেন সাংসদ ও বিধায়করা। মোটের উপর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে গতকাল সরগরম ছিল রাজনৈতিক আবহাওয়া। ক্রস ভোটিং, শাসক ও বিরোধীদের মধ্যে অভিযোগ ও পাল্টা অভিযোগের খেলা জারি ছিল দেশ জুড়ে। এই আবহে ভোট মিটতেই মঙ্গলবার এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্ম ও অন্যান্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল নির্বাচন কমিশনে। তাঁদের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ এনেছে কংগ্রেস।
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, গত ১৭ ও ১৮ জুলাই কর্নাটকের বিজেপি নেতৃত্ব তাঁদের বিধায়কদের ঘুষ দিয়েছেন ও তাঁদের উপর প্রভাব খাটিয়েছে। কর্নাটক বিধানসভায় কংগ্রেসের দলনেতা সিদ্দারামাইয়া ও রাজ্য সভাপতি ডি কে শিবকুমার অভিযোগ করেছেন যে, বিধায়কদের বিলাসবহুল পাঁচতারা হোটেলে রাখা হয়েছে। তাঁদের অভিযোগ দ্রৌপদী মুর্মুর অনুমতিতেই মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, বিজেপির রাজ্য সভাপতি নলিন কুমার কাতিল, বিজেপির বর্ষীয়ান নেতা বি এস ইয়েদুরাপ্পা, বিজেপির মুখ্য সচেতক সতীশ রেড্ডি এবং বিজেপির অন্যান্য় মন্ত্রী ও অন্যান্য বর্ষীয়ান নেতারা একযোগে বিজেপি বিধায়কদের ডেকে নিয়ে গিয়েছিলেন। এবং তাঁদের পাঁচতারা হোটেলে বিলাসবহুলভাবে তাঁদের রাখা হয়েছিল। তাঁদের সেখানেই আমোদ-প্রমোদের ব্যবস্থা করা হয়েছিল বলে অভিযোগ কংগ্রেসের। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিধায়কদের প্রশিক্ষণ দেওয়ার আড়ালে এইসব বিনোদনের বন্দোবস্ত করা হয়।
কংগ্রেস নেতাদের আরও অভিযোগ, বিজেপির সমস্ত মন্ত্রী, বিধায়ক ও অন্য়ান্য বর্ষীয়ান নেতারা সরকারের বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে করে বিধানসভায় নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন। বিজেপি নেতাদের এই বিশেষ সুযোগ-সুবিধা দেওয়াকে ভাল চোখে নেয়নি কংগ্রেস। তাঁরা অভিযোগ করেছেন, ‘বিজেপির নেতৃত্বের এই কাজ ঘুষ ছাড়া আর কিছুই নয়।’ অভিযোগপত্রে উল্লেখ রয়েছে যে, বিজেপির এই পদক্ষেপে ভোটার বা বিধায়কদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে হস্তক্ষেপ করা হয়েছে। এবং তাঁদের বিলাসিতার পিছনে যথেচ্ছ পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। এবং এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু, মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই, ইয়েদুরাপ্পা, কাতিল ও রেড্ডির বিরুদ্ধে যথাযোগ্য পদক্ষেপ করার জন্য় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে কংগ্রেস। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা ও রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচনী আইন ১৯৫২ এর বিধি অনুযায়ী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি জানিয়েছে কংগ্রেস। এর থেকেও বড় দাবি জানিয়েছেন কংগ্রেসের সিদ্দারামাইয়া ও শিবকুমার। তাঁরা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুকে দেওয়া ভোটগুলি অবৈধ বলে বিবেচনা করার দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে।