Nilgai: হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে নীলগাইয়ের গুঁতো, কেমন আছেন ভূপেন্দ্র হুডা?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Apr 09, 2023 | 7:12 PM

নীলগাইয়ের গুঁতোয় একেবারে তুবড়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ির সামনের অংশ।

Nilgai: হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে নীলগাইয়ের গুঁতো, কেমন আছেন ভূপেন্দ্র হুডা?
হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে নীলগাইয়ের ধাক্কা।

Follow Us

হিসার: বন্দে ভারত এক্সপ্রেসে ষাঁড়ের ধাক্কা দেওয়ার ঘটনা বেশ কয়েকবার ঘটেছে। এবার নীলগাইয়ের (Nilgai) গুঁতো হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডার গাড়িতে। রবিবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) হিসার জেলার বারওয়ালার কাছে। নীলগাইয়ের গুঁতোয় একেবারে তুবড়ে গিয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Bhupinder Singh Hooda) গাড়ির সামনের অংশ। ভেঙে গিয়েছে সামনের কাচ। ঘটনার সময় গাড়িতেই ছিলেন সত্তোরোর্ধ্ব ভূপেন্দ্র সিং হুডা (Haryana Ex CM)। তবে তিনি অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা।

জানা গিয়েছে, এদিন হরিয়ানার হিসার জেলার একটি গ্রামে যাচ্ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেন্দ্র সিং হুডা। নিজের টয়োটা গাড়িতে করেই যাচ্ছিলেন তিনি। বারওয়ালার কাছে হঠাৎ করেই তাঁর গাড়ির সামনে চলে আসে একটি নীলগাই। একেবারে গাড়িতেই গুঁতো দেয় নীলগাই। ঘটনায় ভূপেন্দ্র সিং হুডার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবরটি জানিয়ে হিসারের এসপি গঙ্গা রাম পুনিয়া বলেন, “গাড়িটিতে ধাক্কা দেওয়ার পর নীলগাই অক্ষত অবস্থাতেই চলে যায় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ গাড়ির আরোহীরা সকলেই অক্ষত রয়েছেন।”

ঘটনার পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডাও বলেন, “হঠাৎ করেই পশুটি আমাদের গাড়ির সামনে চলে আসে। তবে সকলেই সুরক্ষিত রয়েছি। ঘটনার পর আমি অনুষ্ঠানেও যোগ দিয়েছি।” তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে নীলগাইয়ের গুঁতোর ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারও তাঁর পূর্বতনকে ফোন করে ঘটনার বিষয়ে খোঁজ নেন এবং তিনি সুরক্ষিত রয়েছেন কি না জানতে চান।

প্রসঙ্গত, ৭৫ বছর বয়সি ভূপেন্দ্র সিং হুডা বর্তমানে হরিয়ানা বিধানসভার বিরোধী দলনেতা। কংগ্রেস নেতা হিসাবেই পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন তিনি।

Next Article