বেঙ্গালুরু: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডি (Oomen Chandy)। মঙ্গলবার ভোররাতে বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৯ বছর। ওমেন চ্যান্ডির ছেলে বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। প্রবীণ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। ঘটনায় দুঃখ প্রকাশ করে টুইট করেছেন কেরলের কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ। শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে দু-দিন রাষ্ট্রীয় শোক দিবস এবং মঙ্গলবার রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করেছে কেরল সরকার (Kerala Government)। প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।
৭৯ বছর বয়সি ওমেন চান্ডি বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুতে তাঁর চিকিৎসা চলছিল। এদিন ভোররাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। খবরটি জানিয়ে চ্যান্ডির ছেলে টুইটারে লিখেছেন, “আপ্পা চলে গেলেন।”
প্রবীণ নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন কেরল কংগ্রেস সভাপতি কে. সুধাকরণ। টুইটারে তিনি লিখেছেন, “যে রাজা ‘প্রেমের’ শক্তিতে বিশ্বকে বিজয়ী করেছিলেন তাঁর কাহিনি মর্মান্তিক সমাপ্তি খুঁজে পেয়েছে। আজ, একজন কিংবদন্তি ওমেন চান্ডিকে হারিয়ে আমি গভীরভাবে শোকাহত। তিনি অগণিত ব্যক্তির জীবনকে স্পর্শ করেছিলেন। তাঁর শাসনকাল চিরদিন আমাদের আত্মার মধ্যে অনুরণিত হবে।”
The tale of the king who triumphed over the world with the power of ‘love’ finds its poignant end.
Today, I am deeply saddened by the loss of a legend, @Oommen_Chandy. He touched the lives of countless individuals, and his legacy will forever resonate within our souls. RIP! pic.twitter.com/72hdK6EN4u
— K Sudhakaran (@SudhakaranINC) July 18, 2023
প্রসঙ্গত, ১৯৭০ সালে মাত্র ২৭ বছর বয়সে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়ে কেরল বিধানসভায় পদার্পণ করেন ওমেন চান্ডি। তারপর দ্বিতীয়বার পরাজিত হলেও তৃতীয়বার থেকে টানা ১১ বার বিধায়ক নির্বাচিত হন তিনি। কেরলের ইতিহাসে সবচেয়ে বেশিবার বিধায়ক হিসাবে রেকর্ড রয়েছে ওমেন চান্ডির। তারপর ২০০৪ সালে কেরলের মুখ্যমন্ত্রী হন ওমেন চান্ডি। যদিও মেয়াদ সম্পূর্ণ করতে পারেননি, ২০০৬ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রীর মসনদে আসীন ছিলেন। এরপর ২০১১ সালে পুনরায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন চান্ডি। সেবার মেয়াদ সম্পূর্ণ করেছিলেন। অর্থাৎ ২০১৬ সাল পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।