দেহরাদুন: মুখ্যমন্ত্রী পদে বসার চারমাসের মধ্যেই পদত্যাগ করেছেন তিরথ সিং রাওয়াত (Tirath Singh Rawat)। এ বার নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে যখন জোর জল্পনা চলছে, সেই সময়ই কংগ্রেসের প্রবীণ নেতা হরিশ রাওয়াত(Harish Rawat)-র অভিযোগ, যে কারণ দেখিয়ে তিরথ সিং রাওয়াত পদত্যাগ করেছেন, তা সবথেকে বড় মিথ্যা।
শুক্রবার তিরথ সিং রাওয়াতের পদত্যাগের খবর চাউর হতেই হরিশ রাওয়াত টুইট করে লেখেন, “করোনার জন্য উপনির্বাচন হচ্ছে না, আর সেই কারণে মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন-এর থেকে বড় মিথ্যা আর কী হতে পারে। এর আগেও করোনাকালে উপ-নির্বাচন হয়েছে। উত্তরাখমঅডের সল্টেই উপ-নির্বাচন হয়েছে। মুখ্যমন্ত্রী ওই আসন থেকে লড়তে পারতেন।”
তিনি আরও বলেন, “মুখ্য়মন্ত্রী যদি চাইতেন, তবে অন্য কাউকে পদত্যাগ করতে বলে সেই আসন থেকেও নির্বাচনে লড়তে পারতেন। কিন্তু আইন সম্পর্কে কোনও জ্ঞান না থাকার কারণেই ফের আমাদের উপর একজন মুখ্যমন্ত্রীকে চাপিয়ে দেওয়া হবে। পাঁচ বছরে বিজেপি উত্তরাখণ্ডে তিনজন মুখ্যমন্ত্রী আনছেন।”
গতকালই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন তিরথ সিং রাওয়াত। এ দিন রাজ্যপাল বেবি রানি মৌর্য্যের কাছে ইস্তফা পত্র জমা দেন তিনি। তার আগে সাংবাদিকদের বলেন, “আমি রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিচ্ছি। বর্তমানে যে সাংবিধানিক সঙ্কট দেখা দিয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখেই আমার মনে হয়েছে ইস্তফা দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের শীর্ষ নেতৃত্বের কাছে কৃতজ্ঞ যে ওনারা আমাকে এতদূর অবধি আসার সুযোগ দিয়েছিলেন।”
তিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে দলের অন্দরেই দুর্নীতি সহ একাধিক অভিযোগ ওঠায় তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হয়। মার্চ মাসে নতুন মুখ্য়মন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিরথ সিং রাওয়াত। কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রীকেও বিধায়ক হতেই হবে। যদি তিনি বিধায়ক না হন, তবে দায়িত্ব গ্রহণের ছয় মাসের মধ্যেব উপনির্বাচনে জয়ী হতে হবে পদে বহাল থাকার জন্য। আগামী সেপ্টেম্বর মাসে তিরথ সিং রাওয়াতের ছয় মাসের মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু তার আগেই পদত্য়াগ করলেন তিনি।
আরও পড়ুন: হরিয়ানায় বেসরকারি স্কুল থেকে ‘উধাও’ সাড়ে ১২ লক্ষ পড়ুয়া