নয়া দিল্লি: একদিকে এনডিএ(NDA), আরেকদিকে ইন্ডিয়া (INDIA)। লোকসভা নির্বাচনের এক বছর আগেই জমে উঠেছে শাসক-বিরোধী লড়াই। কেন্দ্রের দখল কোন শিবিরের হাতে থাকবে, তা নিয়েই লড়াই। মঙ্গলবার দুপুরে একদিকে যেখানে বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দল বৈঠক বসেছিল, সেখানেই মঙ্গলের বিকেলে দিল্লিতে বসে ৩৯টি দল মিলিয়ে এনডিএ জোটের বৈঠক। বিজেপি শাসিত এনডিএ জোটের পাল্লা ভারী থাকলেও তা গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস (Congress)। মঙ্গলবারই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খা়ড়্গে (Mallikarjun Kharge) এনডিএ জোটের দলগুলির উদ্দেশে বলেন, “অনেক দলের তো নামই শুনিনি”। বিকেলেই খাড়্গের এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। খাড়্গেকে ‘চুপ’ করিয়ে তিনি বললেন, “এনডিএ কোনও বড় বা ছোট দল নেই।”
লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে বিরোধী দলগুলি যে জোট বাঁধছে, তার চূড়ান্ত সিদ্ধান্ত হয় গতকাল। বেঙ্গালুরুর বৈঠকে বিরোধী জোটের নাম স্থির করা হয় ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স, যা সংক্ষেপ করলে দাঁড়ায় ইন্ডিয়া-এ। বিরোধী জোটের ওই সাংবাদিক বৈঠক থেকেই বিজেপির নেতৃত্বে এনডিএ জোটকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেন, “আমরা তো অনেক দলের নামও শুনিনি…”
কংগ্রেস সভাপতির এই মন্তব্যের জবাবও মেলে কিছুক্ষণের মধ্যেই। বিকেলে এনডিএ জোটের মঞ্চ থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এনডিএ বাধ্য হয়ে করা কোনও জোট নয়, বরং অবদানের জোট।এই জোটে কোনও দল বড় বা ছোট নয়। ২০১৪ সাল ও ২০১৯ সালে বিজেপি সংখ্যাগরিষ্ঠতাব পেয়েছিল, কিন্তু এনডিএ-র অধীনেই সরকার গঠন করা হয়েছিল।”
বিরোধী জোটকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “নেতিবাচক চিন্তাধারার উপর ভিত্তি করে গঠিত জোট কখনও সাফল্য পায়নি। আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, তৃতীয়বারও ক্ষমতায় আসবে ৫০ শতাংশেরও বেশি ভোট সংখ্যা নিয়ে।”