SUV Stolen: তিহার জেলের সামনে থেকে চুরি গেল SUV, সিসিটিভি ফুটেজ পোস্ট করে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেত্রীর

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 25, 2022 | 1:48 PM

SUV Stolen: তিহার জেলের সামনে থেকে SUV গাড়ি চুরির অভিযোগ কংগ্রেস নেত্রীর। সেই সিসিটিভি ফুটেজের ভিডিয়ো পোস্ট করে ক্ষোভ প্রকাশ নেত্রীর।

SUV Stolen: তিহার জেলের সামনে থেকে চুরি গেল SUV, সিসিটিভি ফুটেজ পোস্ট করে ক্ষোভ প্রকাশ কংগ্রেস নেত্রীর
ছবি সৌজন্যে: টুইটার

Follow Us

নয়া দিল্লি: দিল্লির নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন এক কংগ্রেস নেতা। কংগ্রেস নেত্রী পানকুরি পাঠক অভিযোগ করেছেন, দিল্লির ব্যস্ত রাস্তা থেকে তাঁর গাড়ি চুরি হয়ে গিয়েছে। এই মর্মে একটি সিসিটিভি ফুটেজ নিজের টুইটার থেকে শেয়ারও করেছেন নেত্রী। তিহার জেলের কাছ থেকে তাঁর গাড়ি চুরি হয়েছে বলে দাবি কংগ্রেস নেত্রীর।

এই নিয়ে টুইটারে সিসিটিভি ফুটেজ পোস্ট করে পাঠক লিখেছেন, ‘তিহার জেলের সামনে থেকে গাড়ি চুরি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা অনুমান করতেই পারছেন কতটা নিরাপদ দিল্লি।’ তিনি এই ঘটনাকে লজ্জাজনক বলে কটাক্ষ করেছেন। তিনি হিন্দিতে টুইটে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। কংগ্রেস নেত্রী জানিয়েছেন,বৃহস্পতিবার রাতে জনকপুরী থেকে তাঁর ফরচুনার (Fortuner) গাড়ি চুরি হয়েছে। তিনি লিখেছেন, ‘প্রায় আধ ঘণ্টা ধরে একদল চোরেরা সেখানে ঘোরাঘুরি করছিল। তারা এসইউভই খোলার এবং চুরি করে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছিল।’ এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজেই দেখা যাচ্ছে, একাধিক উপায় গাড়িটি খোলার চেষ্টা চালাচ্ছিল চোরেরা। তারা সেই কাজে কেউ সফল না হওয়ার একজন স্কুটিতে করে আসে।’

তিনি আরও লিখেছেন, ‘তারা গাড়ি করে এসে এসইউভি-র লক ভেঙে পালিয়ে যায়। পরে তারা আবার এসে গাড়িটি নিয়ে চলে যায়।’ তিনি আরও বলেন, ‘যখন এই ঘটনার কথা সকলে জানতে পারেন তখন তাঁরা জানিয়েছেন, দিল্লিতে আকছাড়ই এই গাড়ি চুরির ঘটনা ঘটছে। তিহার জেলের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল। সেখান থেকে চুরি হল। তাহলে বাকি শহরের

Next Article