‘সঙ্কটকালেও মিথ্যা বলার শাস্তি কী?’ অক্সিজেন নিয়ে যোগীর দাবিকে পাল্টা আক্রমণ প্রিয়ঙ্কার

ঈপ্সা চ্যাটার্জী |

Apr 26, 2021 | 10:59 AM

শনিবারই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, তাঁর রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। তাঁর এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানান কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী।

সঙ্কটকালেও মিথ্যা বলার শাস্তি কী? অক্সিজেন নিয়ে যোগীর দাবিকে পাল্টা আক্রমণ প্রিয়ঙ্কার
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: গোটা দেশ যখন অক্সিজেনের অভাবে ধুঁকছে, তখন বুক ফুলিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, তাঁর রাজ্যে অক্সিজেনের কোনও অভাব নেই। মুখ্যমন্ত্রীর এই দাবি ঘিরেই সমালোচনায় সরব হলেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী। রবিবার তিনি বলেন, “একমাত্র অসংবেদনশীল সরকারই এই কথা বলতে পারে।”

শনিবারই বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তিনি বলেন, “রাজ্যের কোনও করোনা হাসপাতালেই অক্সিজেনের ঘাটতি নেই। সমস্যা কালোবাজারি নিয়ে, তবে তা কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে।”

মুখ্যমন্ত্রীর এই দাবিকে আক্রমণ করেই কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট জুড়ে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “এই সঙ্কটের সময় মিথ্যা কথা বলার শাস্তি কী হওয়া উচিত? নিজেকে একবার সেই সব রোগীর জায়গয় বসিয়ে দেখুন, যাদের অক্সিজেনের ঘাটতি থাকার কারণে ভর্তি নেওয়া হয়নি। তাঁদের বলা হয়েছে, অক্সিজেন খুব কম রয়েছে, রোগীকে নিয়ে চলে যান। একমাত্র অসংবেদনশীল কোনও সরকারের পক্ষেই এই বিবৃতি দেওয়া সম্ভব।”

পরবর্তী টুইটে তিনি আরও একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট তুলে ধরে লেখেন, “মুখ্যমন্ত্রীজী, গোটা রাজ্যেই অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। আপনি যদি আমার নামে অভিযোগ দায়ের করতে চান, সম্পত্তি বাজেয়াপ্ত করতে চান, তবে করুন। তবে দয়া করে পরিস্থিতির গুরুত্ব বুঝুন ও মানুষের প্রাণ বাঁচানোর কাজে লেগে পড়ুন।”

উল্লেখ্য, সম্প্রতি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, করোনা পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ালে তাঁকে গ্রেফতার করা হবে ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে।

আরও পড়ুন: মজুত নেই টিকা, নেওয়া হচ্ছে না অর্ডারও, ১ মে টিকাকরণ শুরু করা ‘অসম্ভব’, জানাল ৪ রাজ্য

Next Article