নয়াদিল্লি: লেহ-লাদাখে স্পোর্টস বাইকে ঘুরে বেড়াচ্ছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ইনস্টাগ্রামে রাহুল নিজেই শেয়ার করেছেন সেই ছবি। একেবারে অন্য সাজে ধরা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দু’দিনের লেহ-লাদাখ সফরে গিয়েছিলেন রাহুল গান্ধী। যদিও পরে মন বদলে ছ’দিনের সফর হয়েছে তা। এরইমধ্যে শনিবার প্যাংগং লেকে একেবারে অন্য মুডে দেখা গেল তাঁকে। ছবিগুলি ইতিমধ্যেই ‘ভাইরাল’।
নীল রঙের ফুল-স্লিভ টি শার্ট, রাইডিং ট্রাউজারে কখনও পাহাড়ি রাস্তা ধরে বাইক নিয়ে ছুটছেন রাজীব-পুত্র, কখনও আবার পথের ধারে ক্ষণিকের বিরাম। ছবিগুলি শেয়ার করে রাহুল লিখেছেন, ‘প্যাংগং যাওয়ার পথে। আমার বাবা বলতেন বিশ্বের অন্যতম সুন্দর জায়গা।’
ইনস্টায় মোট ১০টি ছবি এদিন শেয়ার করেন তিনি। এরমধ্যে বেশ কয়েকটি ছবি আবার রাহুল তাঁর এক্স হ্যান্ডেলেও শেয়ার করেছেন। সেখানে ক্য়াপশন, ‘অপ্রতিরোধ্য’। প্যাংগং লেকের কাছে পর্যটক ক্যাম্পে রাতে থাকতে পারেন তিনি।
লাদাখ যাওয়ার পথে এদিন রাহুল গান্ধী লেহর প্রায় ৫০০ জন যুবকের সঙ্গে কথা বলেন। স্থানীয়রা জানান, প্রায় ৪০ মিনিট ওই যুবকদের সঙ্গে কথা বলেন রাহুল। আগামিকাল ২০ অগস্ট রাজীব গান্ধীর জন্মজয়ন্তী। এবার দিনটি লাদাখেই কাটাবেন রাহুল।