Rahul Gandhi: ‘জাতীয় নিরাপত্তা নিয়ে আপোস কেন’, প্রতিরক্ষা সংস্থায় আদানি-ইলারা যোগ নিয়ে প্রশ্ন রাহুলের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 15, 2023 | 3:12 PM

Rahul Gandhi: জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আদানির বিনিয়োগ নিয়ে তোপ দাগলেন রাহুল গান্ধী। তিনি প্রশ্ন করেন জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপোস করা হচ্ছে কেন।

Rahul Gandhi: জাতীয় নিরাপত্তা নিয়ে আপোস কেন, প্রতিরক্ষা সংস্থায় আদানি-ইলারা যোগ নিয়ে প্রশ্ন রাহুলের
ছবি সৌজন্যে: PTI

Follow Us

নয়া দিল্লি: আদানি-হিন্ডেনবার্গ বিতর্ক (Adani-Hindenburg Issue) এখনও থিতিয়ে যায়নি। এই কাণ্ডে যৌথ সংসদীয় কমিটির দাবি নিয়ে এখনও সরব বিরোধীরা। আজ দিল্লিতে এই ইস্যুতেই ইডি দফতরে অভিযান ও ধর্না দিচ্ছে বিরোধী দলগুলি। এই বিতর্কের আঁচে বারবার মুলতুবি হয়েছে সংসদের চলতি অধিবেশন। এই আবহেই ফের একবার সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন তুলে ধরে রাহুল গান্ধী বুধবার বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র ও রাডার আপগ্রেড চুক্তি আদানি ও ইলারা নামক একটি সন্দেহজনক বিদেশি সংস্থার মালিকানাধীন একটি সংস্থাকে দেওয়া হয়েছে। আদানি ইস্য়ুতে এবার দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে আপোস করা হচ্ছে বলে অভিযোগ করেন রাহুল।

আজ টুইটারে সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি এক্সক্লুসিভ প্রতিবেদন উদ্ধৃত করে রাহুল দেশের প্রতিরক্ষা ব্যবস্থার সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “ইলারা কে নিয়ন্ত্রণ করেন? কৌশলগত প্রতিরক্ষা সরঞ্জামগুলির নিয়ন্ত্রণ অজ্ঞাত বিদেশি সংস্থাগুলির হাতে দিয়ে কেন ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোস করা হচ্ছে?” প্রসঙ্গত, গত ১৫ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে এই সর্বভারতীয় সংবাদ মাধ্যম। সেই প্রতিবেদন অনুযায়ী, ইসরো ও ডিআরডিও এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বেঙ্গালুরুর প্রতিরক্ষা সংস্থা আলফা ডিজাইন টেকনোলজিস প্রাইভেট লিমিটেড (ADTPL)। সম্প্রতি ২০২০ সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ৫৯০ কোটি টাকার চুক্তিও করেছিল বেঙ্গালুরুর এই প্রতিরক্ষা সংস্থা। প্রাচীন পেচোরা ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম আপগ্রেড এবং ডিজিটাইজ করার জন্য চুক্তি হয়েছিল তাদের মধ্যে। এবার তা নিয়েই প্রশ্ন তুললেন কংগ্রেস নেতা। কারণ আদানির পাশাপাশি এই প্রতিরক্ষা সংস্থায় বিনিয়োগ করেছে ইলারাও বলে দাবি করা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই প্রতিবেদনে। জানা গিয়েছে, ADTPL সংস্থায় আদানি ও ইলারার একযোগে ৫১.৬৫ শতাংশ শেয়ার রয়েছে।

এদিকে এই একই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। তিনি বিজেপিকে তোপ দেগে বলেছেন, “অজানা বিদেশি তহবিল দেশের সংবেদনশীল চুক্তি নিয়ন্ত্রণ করছে।” এবং বিজেপি নিজের প্রিয় বন্ধু আদানির জন্যই এইসব করেছে বলে অভিযোগ তৃণমূল সাংসদের। এদিকে রাজ্যসভা সাংসদ শিবসেনা নেতা প্রিয়াঙ্কা চতুর্বেদী এই রিপোর্টকে ‘বিস্ময়কর কাকতালীয়’ বলেছেন। প্রসঙ্গত, রেকর্ড ঘেটে দেখা গিয়েছে, ভারতে ইলারার বিনিয়োগের ৯৬ শতাংশই হয়েছে আদানি গ্রুপের সংস্থায় ইলারা আইওএফ-র মাধ্যমে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আদানি এন্টারপ্রাইজে ১.৬ শতাংশ, আদানি ট্রান্সমিশনে ৩.৬২ শতাংশ ও আদানি টোটালে ১.৬২ শতাংশ বিনিয়োগ রয়েছে ইলারার। এবার প্রতিরক্ষা ক্ষেত্রে বিদেশি সংস্থার বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীরা।

Next Article