Rahul Gandhi Video: প্রচারের ফাঁকে খেলেন মশলা ধোসা আর কফি, ডেলিভারি এজেন্টের স্কুটিতে সফর রাহুলের, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 08, 2023 | 9:21 AM

Karnataka Assembly Election 2023: কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর ওই স্কুটিতে সফরের ভিডিয়ো টুইটারে শেয়ার করা হয়। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, "রাহুল গান্ধীজী আজ বেঙ্গালুরুতে এয়ারলাইন্স হোটেলের সামনে বিভিন্ন সংস্থার ডেলিভারি এজেন্টদের সঙ্গে কথা বলেন।"

Rahul Gandhi Video: প্রচারের ফাঁকে খেলেন মশলা ধোসা আর কফি, ডেলিভারি এজেন্টের স্কুটিতে সফর রাহুলের, দেখুন ভিডিয়ো
ডেলিভারি এজেন্টদের সঙ্গে খেলেন ধোসা, চড়লেন স্কুটিতেও।

Follow Us

বেঙ্গালুরু: সময়টা খুব একটা ভাল যাচ্ছে না রাহুল গান্ধীর (Rahul Gandhi)। সম্প্রতিই মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য় করায় মানহানির মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করেছে সুরাট আদালত। দুই বছরের সাজাও দেওয়া হয়েছে। আর সাজাপ্রাপ্তির ফলেই খুইয়েছেন তাঁর সাংসদ পদও। তবে এত কিছুর পরও মনোবল খোয়াননি রাহুল। কংগ্রেস নেতা হিসাবেই কর্নাটকে চুটিয়ে নির্বাচনী প্রচার করছেন তিনি। আর দিন দুয়েক পরই কর্নাটকে বিধানসভা নির্বাচন। শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারেই অন্য রূপে ধরা দিলেন রাহুল। রবিবার তাঁকে কখনও দেখা গেল ডেলিভারি এজেন্টের স্কুটারে চড়ে ঘুরে বেড়াতে, আবার কখনও দেখা গেল তাদের সঙ্গে বসে ধোসা খেতে।

রবিবার বেঙ্গালুরুতে একদিকে যেমন বিজেপির হয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই কংগ্রেসের হয়ে প্রচার চালাতে হাজির ছিলেন রাহুল গান্ধী। ভোট চাইতে বেঙ্গালুরুর এয়ারলাইন্স হোটেলের সামনে জ্যোমাটো, সুইগি, ডানজ়ো, ব্লিন্কিটের ডেলিভারি এজেন্টদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। তবে সকলকে চমকে দিয়ে তিনি হঠাৎ চেপে বসেন এক ডেলিভারি এজেন্টের স্কুটারে। তাঁর স্কুটারে চেপেই বেশ কিছুটা পথ ঘুরে বেড়ান রাহুল।

কংগ্রেসের তরফে রাহুল গান্ধীর ওই স্কুটিতে সফরের ভিডিয়ো টুইটারে শেয়ার করা হয়। সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা, “রাহুল গান্ধীজী আজ বেঙ্গালুরুতে এয়ারলাইন্স হোটেলের সামনে বিভিন্ন সংস্থার ডেলিভারি এজেন্টদের সঙ্গে কথা বলেন।”

ভিডিয়োয় দেখা যায়, ডেলিভারি এজেন্টদের সঙ্গে বসে কথা বলছেন রাহুল গান্ধী। তাদের সঙ্গে কফি ও মশলা ধোসাও ভাগ করে খান তিনি। খেতে খেতেই তিনি জানতে চান, কর্মক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় ডেলিভারি এজেন্টদের। বেশ কিছুক্ষণ কথা বলার পর এক ডেলিভারি এজেন্ট কাজে বেরলে, তাঁর স্কুটিতে পিছনের সিটে চেপে বসেন রাহুল। নীল হেলমেট পরে স্কুটারে চড়তে দেখা যায় কংগ্রেস নেতাকে। ওই ডেলিভারি এজেন্টের স্কুটিতে চড়েই তিনি দুই কিলোমিটার দূরে নিজের হোটেলে যান বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন। ফল প্রকাশ হবে আগামী ১৩ মে। আজই কর্নাটকে নির্বাচনী প্রচার চালানোর শেষদিন।

Next Article