Ashok Gehlot-Vasundhara Raje: ‘সরকার বাঁচাতে সাহায্য করেছিলেন বসুন্ধরা রাজে’, বিস্ফোরক গেহলট, পাল্টা জবাব দিলেন বিজেপি নেত্রীও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 08, 2023 | 8:05 AM

Rajasthan Assembly Election: বিজেপিকে আক্রমণ করে গেহলট বলেন, "কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত ও ধর্মেন্দ্র প্রধান একসঙ্গে চক্রান্ত করেছিল আমার সরকার ফেলে দেওয়ার জন্য। ওরা রাজস্থানে টাকা বিলিয়েছিল। আর ওখনও সেই টাকা ফেরত নেওয়া হয়নি।"

Ashok Gehlot-Vasundhara Raje: সরকার বাঁচাতে সাহায্য করেছিলেন বসুন্ধরা রাজে, বিস্ফোরক গেহলট, পাল্টা জবাব দিলেন বিজেপি নেত্রীও
বিজেপি বনাম কংগ্রেসের দ্বন্দ্ব চরমে।

Follow Us

জয়পুর: চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন (Rajasthan Assembly Election 2023)। তার আগেই অন্তর্দ্বন্দ্বে জর্জরিত কংগ্রেস (Congress)। মুখ্যমন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot) বনাম প্রাক্তন উপমুখ্য়মন্ত্রী সচিন পাইলটের (Sachin Pilot) দীর্ঘদিনের বিরোধ ফের একবার মাথাচাড়া দিয়ে উঠেছে। একে অপরকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। এরই মধ্যে রাজস্থানের রাজনীতিতে নয়া মোড়। বিস্ফোরক দাবি করলেন মুখ্য়মন্ত্রী অশোক গেহলট। রবিবার তিনি দাবি করেন, ২০২০ সালে সচিন পাইলট যখন দলের অন্দরে বিদ্রোহ শুরু করেছিলেন, সেই সময় বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে(Vasundhara Raje)-ই তাঁকে সরকার বাঁচাতে সাহায্য করেছিলেন। গেহলটের এই দাবির পরই রাজ্যে শোরগোল পড়ে যায়। বিকেলেই এর পাল্টা জবাব দেন বসুন্ধরা রাজে। তিনি অশোক গেহলটের সমস্ত দাবিকে ‘অপমান’ ও ‘চক্রান্ত’ বলে উল্লেখ করেন। অশোক গেহলটের কাছে প্রমাণ থাকলে তাঁকে এফআইআর করার চ্যালেঞ্জও ছুড়ে দেন

এক ঢিলে দুই পাখি মার গেহলটের-

রবিবার একদিকে বিজেপিকে আক্রমণ, অন্যদিকে দলের শীর্ষ নেতৃত্বকে সচিন পাইলট ও তাঁর অনুগামীদের সম্পর্কে সতর্ক করার কাজ একসঙ্গেই সেরে ফেলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট। বিজেপি নেত্রী বসুন্ধরা রাজের কেন্দ্র ঢোলপুর থেকে দাঁড়িয়ে তিনি দাবি করেন, ২০২০ সালে সচিন পাইলট যখন দলের অন্দরে বিদ্রোহ শুরু করেছিল, তখন সরকার প্রায় ভাঙতে বসেছিল। সেই সময় বসুন্ধরা রাজে, বিধানসভার প্রাক্তন স্পিকার কৈলাশ মেঘওয়াল ও বিধায়ক শোভারানি কুশওয়াই সাহায্য করেছিলেন সরকার টিকিয়ে রাখতে।

বিজেপিকে আক্রমণ করে গেহলট বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, গজেন্দ্র সিং শেখাওয়াত ও ধর্মেন্দ্র প্রধান একসঙ্গে চক্রান্ত করেছিল আমার সরকার ফেলে দেওয়ার জন্য। ওরা রাজস্থানে টাকা বিলিয়েছিল। আর ওখনও সেই টাকা ফেরত নেওয়া হয়নি। আমি অবাক হচ্ছি যে এখনও কেন আমাদের দলের বিধায়কদের কাছ থেকে টাকা ফেরত নেওয়া হল না।”

যে কংগ্রেস বিধায়করা সচিন পাইলটের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছিলেন,  তাদেরও এক হাত নিয়ে বলেন, “আমি আমাদের বিধায়কদেরও বলেছিলাম যে নিজেদের দায়িত্ব নিষ্ঠাসহ পালন করার জন্য যে টাকা নিয়েছিলেন, তা যেন ফেরত দিয়ে দেন। ১০ কোটি হোক বা ২০ কোটি, যে টাকাই খরচ করে থাকুন না কেন, ওই অংশটুকু আমি দেব কিংবা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছ থেকে জোগাড় করে ফেরত দেব।”

মুখ্যমন্ত্রী গেহলটের এই দাবি ঘিরে চাঞ্চল্য ছড়াতেই বিকেলে পাল্টা জবাব দেন বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে। অমিত শাহের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যা বলে উল্লেখ করেন তিনি। একইসঙ্গে বলেন, “রাজ্যে ওঁর মতো কেউ আমায় কখনও অপমান করেনি। যদি আপনার কাছে প্রমাণ থাকে যে আপনাদের দলের বিধায়করা টাকা নিয়েছিলেন, তবে তাদের বিরুদ্ধে এফআইআর করুন থানায়।”

Next Article