Rahul Gandhi: অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছেন রাহুল গান্ধী, দুই দিনের সফরে দেখা করবেন ঘরছাড়া নাগরিকদের সঙ্গে
Manipur Violence: মঙ্গলবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল টুইট করে বলেন, "রাহুল গান্ধীজি আগামী ২৯ ও ৩০ জুন মণিপুর যাচ্ছেন। সেখানে তিনি ইম্ফল ও চুড়াচন্দ্রপুরের ঘরছাড়া সাধারণ মানুষদের সঙ্গে দেখা করবেন এবং প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।"
নয়া দিল্লি: দুই মাস হতে চলল, এখনও অশান্তির আগুন নেভেনি মণিপুরে(Manipur)। সম্প্রতিই মণিপুরের পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। এবার অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে তিনি ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখবেন এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। গতকাল, মঙ্গলবারই কংগ্রেসের তরফে এই তথ্য জানানো হয়েছে।
মেতেই জনগোষ্ঠীকে তফশিলি জনজাতির মর্যাদা দেওয়ার প্রস্তাবকে ঘিরেই অশান্তি ছড়িয়েছে মণিপুরে। গত ৩ মে থেকে ছাত্র পরিষদের একটি মিছিলকে কেন্দ্র করে চুড়াচন্দপুরে যে অশান্তির আগুন ছড়িয়েছিল, তা গোটা রাজ্যেই ছড়িয়ে পড়েছে। অশান্তি রুখতে কার্ফু, ইন্টারনেট ব্যান থেকে শুরু করে সেনা ও অসম রাইফেলও মোতায়েন করা হয়েছে। কিন্তু অশান্তির আগুন কিছুতেই নিভছে না। মেতেই ও কুকি জনগোষ্ঠীর মধ্যে বিগত প্রায় দুই মাস ধরে চলা এই সংঘর্ষে ১০০-রও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আহত প্রায় কয়েক হাজার। একাধিক গ্রাম পুড়ে ছাই হয়ে গিয়েছে।
Sh. @RahulGandhi ji will be visiting Manipur on 29-30 June. He will visit relief camps and interact with civil society representatives in Imphal and Churachandpur during his visit.
Manipur has been burning for nearly two months, and desperately needs a healing touch so that the…
— K C Venugopal (@kcvenugopalmp) June 27, 2023
মঙ্গলবার কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল টুইট করে বলেন, “রাহুল গান্ধীজি আগামী ২৯ ও ৩০ জুন মণিপুর যাচ্ছেন। সেখানে তিনি ইম্ফল ও চুড়াচন্দ্রপুরের ঘরছাড়া সাধারণ মানুষদের সঙ্গে দেখা করবেন এবং প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন।”
টুইটে তিনি আরও লেখেন, “বিগত প্রায় দুই মাস ধরে মণিপুর জ্বলছে। এই সংঘর্ষ থেকে সমাজ যাতে শান্তির পথে এগোতে পারে, তার জন্য একটা আদরের স্পর্শের দরকার। এটা মানবিক সঙ্কট এবং আমাদের দায়িত্ব ঘৃণার বদলে ভালবাসা ছড়িয়ে দেওয়া।”
উল্লেখ্য়, গত মাসেই অশান্ত মণিপুরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চারদিনের সফরে তিনি মণিপুরের মানুষদের সঙ্গে দেখা করেন এবং রাজ্যে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করেন। হিংসার কারণ খুঁজতে একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে মণিপুরে ত্রাণের জন্য ১০১.৭৫ কোটি টাকার রিলিফ প্যাকেজের ঘোষণা করা হয়েছে। ত্রাণ পৌঁছতে যাতে কোনও সমস্য়া না হয়, তাও নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।