Congress President Election: রাখা হল থারুর-চিদাম্বরমের দাবি, সভাপতি নির্বাচনের আগেই বড় পরিবর্তন আনল কংগ্রেস

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 11, 2022 | 9:23 AM

Congress President Election: গত ৬ সেপ্টেম্বর মণীশ তিওয়ারি, শশী থারুর, কার্তি চিদাম্বরম, প্রদ্যুত বরদোলুই ও আব্দুল খালেক কংগ্রেসের সভাপতি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। 

Congress President Election: রাখা হল থারুর-চিদাম্বরমের দাবি, সভাপতি নির্বাচনের আগেই বড় পরিবর্তন আনল কংগ্রেস
কে হবেন কংগ্রেসের পরবর্তী প্রেসিডেন্ট?

Follow Us

নয়া দিল্লি: আগামী মাসেই কংগ্রেসের সভাপতি নির্বাচন। তার আগেই বড় পরিবর্তন দলে। প্রবীণ নেতাদের দাবি মেনেই এবার সভাপতি নির্বাচনের সঙ্গে যুক্ত সকল প্রার্থী ও প্রতিনিধিদের নামের তালিকা প্রকাশ করা হবে। চলতি সপ্তাহেই শশী থারুর, কার্তি চিদাম্বরম সহ ৫ সাংসদ দলের নির্বাচন কমিটির কাছে চিঠি লিখে সভাপতি নির্বাচনে স্বচ্ছতা আনার দাবি জানান। সেই দাবি মেনেই ৯ হাজার প্রতিনিধি যারা এই সভাপতি নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবেন, তাদের নামের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকেই এই নামের তালিকা দেখতে পাবেন কংগ্রেস কর্মীরা। ওয়াকিবহাল মহলের মতে, গুলাম নবি আজ়াদের ইস্তফার পর থেকে দলের অন্দরে যে বিক্ষোভের আগুন লেগেছে, তাতে যেন আর ঘৃতাহুতি না হয়, তার জন্যই কংগ্রেসের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবারই কংগ্রেস নেতা মধুসূদন মিস্ত্রি জানান, শীর্ষ নেতাদের দাবি মেনেই কংগ্রেসের সভাপতি নির্বাচনের সঙ্গে যুক্ত ৯ হাজার প্রতিনিধির নামের তালিকা প্রকাশ করা হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে দলের কেন্দ্রীয় নির্বাচন কর্তৃপক্ষের অফিসে ওই তালিকা টাঙানো থাকবে।

উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মণীশ তিওয়ারি, শশী থারুর, কার্তি চিদাম্বরম, প্রদ্যুত বরদোলুই ও আব্দুল খালেক কংগ্রেসের সভাপতি নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।  স্বচ্ছতা বজায় রাখতে প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির প্রতিনিধি কারা, তার একটি তালিকা পেশ করার দাবি জানানো হয়, যাতে নির্বাচক ও প্রার্থীদের মধ্যে অযথা কোনও সংশয় তৈরি না হয়। সেই দাবি মেনেই এবার কংগ্রেসের তরফে ওই তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৭ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা করতে পারবেন। এই বিষয়ে নির্বাচন কর্তৃপক্ষের চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রি জানান যে, যারা সভাপতি নির্বাচনে অংশ নিতে চান, তারা নিজেদের রাজ্যের কংগ্রেস অফিসের ১০ জন প্রতিনিধির নাম দেখতে পারবেন। মনোনয়ন পত্র জমা দিলে, তারপর তারা প্রতিনিধিদের পূর্ণাঙ্গ তালিকা দেখতে পারবেন।

কংগ্রেসের এই সিদ্ধান্তের ঘোষণার পরই সাংসদ শশী থারুর টুইট করে লেখেন, “আমাদের চিঠির জবাব যে পরিবর্তনের মাধ্যমে দেওয়া হয়েছে, তাতে আমি অত্য়ন্ত খুশি। আমি খুবই সন্তুষ্ট। অনেকেই এই সিদ্ধান্তে খুশি হবেন।”

Next Article