নয়া দিল্লি: সংসদে ফ্যাশন স্টেটমেন্ট হয়ে উঠছেন প্রিয়ঙ্কা গান্ধী। নতুন সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। শীতকালীন অধিবেশনেই সংসদে পা রেখেছেন তিনি। আর তারপর থেকেই অভিনব পদ্ধতিতে প্রতিবাদ করছেন প্রিয়ঙ্কা। গতকাল, সোমবারই প্রিয়ঙ্কা সকলের নজর কেড়েছিলেন প্যালেস্তাইনের ব্যাগ নিয়ে। আজ তাঁকে দেখা গেল বাংলাদেশের ব্যাগ নিয়ে। প্রতিদিন নিত্যনতুন ব্যাগের মাধ্যমেই বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাচ্ছেন সনিয়া কন্যা।
গতকাল সংসদে প্রিয়ঙ্কা গান্ধী আসেন প্যালেস্তাইন ব্যাগ নিয়ে। আজ সংসদে নিয়ে আসেন অন্য একটি টোট ব্যাগ। তাতে লেখা, “স্ট্যান্ড উইথ মাইনরিটিজ অব বাংলাদেশ”। আরেক পাশে লেখা, “বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান”।
শুধু প্রিয়ঙ্কা একা নন, কংগ্রেসের অন্যান্য সাংসদদের হাতেও এই ব্যাগ দেখা যায়। সংসদের বাইরে তাঁরা এই ব্যাগ ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, গতকাল প্রিয়ঙ্কার প্যালেস্তাইন ব্যাগ নিয়ে বিস্তর বিতর্ক হয়। প্রিয়ঙ্কার ব্যাগের প্রশংসা করেন চৌধুরী ফাওহাদ হুসেন। সেই নিয়েও চরম বিতর্ক হয়। গান্ধী পরিবারের সঙ্গে পাকিস্তানের যোগ নিয়ে আক্রমণ শানায় বিজেপি।