Rahul Gandhi: হলুদ ধোঁয়ায় তখন ঢাকা লোকসভা, কী করছিলেন রাহুল? ঝড়ের গতিতে ভাইরাল ছবি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 14, 2023 | 9:14 AM

Security Breach in Parliament: বুধবারই কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সাংসদ রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, লোকসভার চেম্বারে যখন দুই যুবক লাফিয়ে পড়েছেন এবং স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটছেন, তখন সামনের সারিতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। চোখে মুখে একটুও ভয়ের ছাপ নেই। 

Rahul Gandhi: হলুদ ধোঁয়ায় তখন ঢাকা লোকসভা, কী করছিলেন রাহুল? ঝড়ের গতিতে ভাইরাল ছবি
সংসদে রাহুল গান্ধী।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: অকুতোভয় রাহুল গান্ধী। কখনও নৌকা থেকে ঝাঁপ দিয়েছেন নদীতে, কখনও হাঁটু জলে নেমে চাষের কাজে হাত লাগিয়েছেন। কংগ্রেস বরাবরই দাবি করে এসেছে যে ভীষণ সাহসী রাহুল গান্ধী (Rahul Gandhi)। এবার তার প্রমাণও মিলল। বুধবার সংসদে স্মোক বম্ব নিয়ে দুই যুবকের হামলার সময় যখন বাকি সাংসদরা ইতি-উতি ছুটছিলেন, সেই সময়ই অকুতোভয়ে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।

বুধবারই কংগ্রেসের জাতীয় মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে সাংসদ রাহুল গান্ধীর একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে, লোকসভার চেম্বারে যখন দুই যুবক লাফিয়ে পড়েছেন এবং স্মোক বম্ব নিয়ে স্পিকারের দিকে ছুটছেন, তখন সামনের সারিতেই বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছেন রাহুল গান্ধী। চোখে মুখে একটুও ভয়ের ছাপ নেই।

কংগ্রেস মুখপাত্র রাহুল গান্ধীর সেই ছবিই পোস্ট করে লেখেন, “ভয় পাবেন না। এটা শুধু কথায় নয়, কার্যকলাপের মাধ্যমেও প্রকাশ করতে হয়”। ছবির ক্যাপশনেও লেখা, “যখন সংসদে অশান্তি হচ্ছিল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে ছিলেন নেতা”।

সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে রাহুল গান্ধীর সেই ছবি।

প্রসঙ্গত, বুধবার সংসদে লোকসভার অধিবেশন চলাকালীন দুই যুবক দর্শকাসন থেকে ঝাঁপ দেয় এবং এক যুবক হলুদ স্মোক বম্ব নিয়ে স্লোগান দিতে দিতে স্পিকারের দিকে ছুটে যান। তবে কোনও বিপদ ঘটার আগেই তাদের ধরে ফেলেন সাংসদরা। অভিযুক্ত দুই যুবকের নাম সাগর শর্মা ও মনোরঞ্জন ডি। তাঁরা বিজেপি সাংসদ প্রতাপ সিমহার কাছ থেকে ভিজিটর পাস জোগাড় করেছিলেন।

সংসদের বাইরে থেকেও স্মোক বম্ব নিয়ে এক যুবক ও যুবতীকে আটক করা হয়েছে। আরেকজনকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Next Article