সিমলা: কমিশনের তরফে হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের (Himachal Pradesh Assembly Election 2022) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। আর মাত্র এক সপ্তাহ বাকি। ১২ নভেম্বর হবে ভোটগ্রহণ। তার আগে প্রচারে ঝড় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল। এই আবহে শনিবার আসন্ন নির্বাচনের জন্য ইস্তাহার (Manifesto) প্রকাশ করল কংগ্রেস। ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Chhattisgarh CM Bhupesh Baghel) উপস্থিতিতে এদিন ইস্তাহার প্রকাশ করা হয়। ইস্তাহারে একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে হিমাচলবাসীর জন্য।
দলের তরফে পুরনো পেনশন স্কিম কার্যকর করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি গৃহে ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা এবং প্রতি বিধানসভা কেন্দ্রে ‘স্টার্টআপ ফান্ড’ হিসেবে ১০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হিমাচলপ্রদেশের কংগ্রেসের তরফে। এদিন ইস্তাহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমাচল প্রদেশের কংগ্রেসের ইন-চার্জ রাজীব শুক্লা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস প্রধান সুখবিন্দর সিং সুখু ও জাতীয় কংগ্রেসের সচিব তেজিন্দর পাল বিট্টু ও মণীশ ছাতরথ। এদিকে দলের ইস্তাহার কমিটির চেয়ারম্যান ধানি রাম শান্ডিল বলেছেন, রাজ্যবাসীর আশা পূরণ করতে ব্যর্থ বিজেপি এবং তারা ৫ বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। তিনি বলেছেন, ‘এটা শুধুমাত্র কোনও ইস্তাহার নয়। বরং হিমাচল প্রদেশের মানুষের উন্নয়ন ও ভালোর জন্য তৈরি একটি নথি।’
হিমাচল প্রদেশের জনগণের জন্য কংগ্রেসের কয়েকটি প্রতিশ্রুতি: