রাহুলের ‘ধারাবাহিকতার অভাব’ আছে বলায় কংগ্রেসের নিশানায় শরদ পাওয়ার, শরিকি কোন্দলের আভাস

ঋদ্ধীশ দত্ত |

Dec 05, 2020 | 10:19 PM

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, দেশ কি রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নিতে তৈরি? উত্তরে শরদ পাওয়ার বলেন, ‘এই বিষয়ে কিছু ধোঁয়াশা থেকে গিয়েছে। দেখে মনে হয় (রাহুল গান্ধীর) ধারাবাহিকতার অভাব রয়েছে।‘

রাহুলের ‘ধারাবাহিকতার অভাব’ আছে বলায় কংগ্রেসের নিশানায় শরদ পাওয়ার, শরিকি কোন্দলের আভাস
ছবি-টুইটার

Follow Us

মুম্বই: রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিয়ে করা শরদ পাওয়ারের (Sharad Pawar) একটি মন্তব্য ঘিরে জলঘোলা শুরু হয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপি প্রধান এমন কিছু মন্তব্য করেছিলেন, যা নিয়ে কংগ্রেসের একাংশে মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে বিতর্কে জল ঢেলে দিতে চেয়ে এনসিপির তরফ থেকে জানানো হয়, শরদ পাওয়ারের মন্তব্যকে যেন ‘পিতৃতুল্য প্রবীণ রাজনীতিকের পরামর্শ’ হিসেবে দেখে কংগ্রেস।

ঠিক কী বলেছিলেন শরদ পাওয়ার?

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, দেশ কি রাহুল গান্ধীকে নেতা হিসেবে মেনে নিতে তৈরি? উত্তরে শরদ পাওয়ার বলেন, ‘এই বিষয়ে কিছু ধোঁয়াশা থেকে গিয়েছে। দেখে মনে হয় (রাহুল গান্ধীর) ধারাবাহিকতার অভাব রয়েছে।‘

শরদ পাওয়ারের এই মন্তব্য কংগ্রেস নেতাদের একাংশের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। মহারাষ্ট্রের মন্ত্রী এবং কংগ্রেস নেত্রী যশোমতী ঠাকুর জোটসঙ্গীদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন। এনসিপিকে কিছুটা সতর্ক করার কায়দা তিনি বলেন, ‘মহারাষ্ট্রে স্থায়ী সরকার কাম্য হলে জোটসঙ্গীদের উচিত কংগ্রেস নেতৃত্ব নিয়ে এই ধরনের মন্তব্য না করা।‘

ভুলে গেলে চলবে না। মহারাষ্ট্র  বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি আত্মপ্রকাশ করলেও এনসিপি ও কংগ্রেস জোট বেঁধে সরকার গঠন করে। ফলে শরদ পাওয়ারের এই মন্তব্য ব্যাপক সাড়া ফেলেছে জাতীয় রাজনীতিতেও।

আরও পড়ুন: ‘যোগ্যতার সঙ্গে কাজ করে প্রাধান্য নেই, ঠান্ডা ঘরে বসারাই সামনের সারিতে’, বিস্ফোরক রাজীব

তবে পরিস্থিতি বিগড়ে যাওয়ার আগেই তা সামাল দেওয়ার চেষ্টা করা হয়েছে এনসিপির পক্ষ থেকে। এনসিপি মুখপাত্র মহেশ তাপসী এদিন শরদ পাওয়ারের মন্তব্যকে ‘পিতৃতুল্য প্রবীণ রাজনীতিকের পরামর্শ’ হিসেবে দেখতে বলেছেন। তাঁর কথায়, ‘সংবাদমাধ্যমে শরদ পাওয়ার সাহেব যাই বলে থাকুন না কেন, সেটা প্রবীণ রাজনীতিকের পরামর্শ হিসেবে দেখা উচিত। মহা-বিকাশ আগাড়ি তিনটি দলের সরকার। মনে রাখতে হবে, শরদ পাওয়ারই কিন্তু বারাক ওবামার সমালোচনা করেছিলেন রাহুল গান্ধীকে নিয়ে করা তাঁর মন্তব্যের জন্য। শরদ পাওয়ার খুব স্পষ্টভাবে জানিয়েছেন, অন্যান্য দেশের নেতাদের নিয়ে টিপ্পনি করা উচিত হয়নি ওবামার।‘

আরও পড়ুন: মোদী-মমতাকে বিস্ফোরক চিঠিতে অভিযোগ সুদীপ্ত সেনের, কোটি কোটি টাকা নিয়েছেন শুভেন্দু-সুজন-অধীর-বিমানরা

Next Article