Mahua Moitra Dog: কুকুর অপহরণের অভিযোগ, মহুয়া-বিতর্কে মধ্যমণি পোষ্য ‘হেনরির’ কী ভূমিকা?
Mahua Moitra Dog: দেহদরাই জানিয়েছেন, ২০২১ সালে দিল্লির জনকপুরীতে এ বি বহুগুনার কাছ থেকে কুকুর কিনেছিলেন তিনি। মূল্য ছিল ৭৫ হাজার টাকা। অভিযোগ জানানোর সময় প্রমাণ হিসেবে নথিও জমা করেছেন ওই আইনজীবী।
নয়া দিল্লি: সম্প্রতি নিশিকান্ত দুবের দেওয়া চিঠির জেরে সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছে, তার সূত্র ধরেই উঠে এসছে তিন বছরের এক রটওয়েলার প্রজাতির কুকুরের নাম। সাংসদের একসময়ের বন্ধু তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয় অনন্ত দেহদরাই-এর অভিযোগ তাঁর পোষ্য কুকুরকে ‘অপহরণ’ করেছিলেন মহুয়া। আবার ‘হেনরি’ নামে ওই কুকুরকে চুরি করার পাল্টা অভিযোগ তুলেছেন মহুয়া মৈত্রও। মহুয়া ও অনন্ত দেহদরাই- দুজনের সঙ্গেই সামাজিক মাধ্যমে একাধিক ছবি রয়েছে হেনরি-র। কুকুরটি আসলে কার, সেটাই এখন বড় প্রশ্ন।
একদিকে মহুয়ার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুলেছেন বিশিষ্ট ব্যবসায়ী হীরানন্দানি। অন্যদিকে, সিবিআই-কে চিঠি দিয়ে এ বিষয়ে একই অভিযোগ জানিয়েছেন জয় অনন্ত দেহদরাই। তাঁর অভিযোগ মহুয়া মৈত্র তাঁকে প্রস্তাব দিয়েছেন, সিবিআই-কে দেওয়া চিঠি ফিরিয়ে নেওয়া হলে ওই পোষ্য কুকুরকে ফিরিয়ে দেবেন সাংসদ। ফলে মহুয়া-বিতর্কে এখন শিরোনামে চলে এসেছে তিন বছরের হেনরি।
দেহদরাই জানিয়েছেন, ২০২১ সালে দিল্লির জনকপুরীতে এ বি বহুগুনার কাছ থেকে কুকুর কিনেছিলেন তিনি। মূল্য ছিল ৭৫ হাজার টাকা। প্রথমে ১০ হাজার ও পরে ৬৫ হাজার টাকা দিয়ে ওই কুকুর কেনেন তিনি। অভিযোগ জানানোর সময় প্রমাণ হিসেবে নথিও জমা করেছেন ওই আইনজীবী। হেনরির রেজিস্ট্রেশন নম্বরও উল্লেখ করেছেন তিনি। দেহদরাইয়ের দাবি, হেনরির যখন ৪০ দিন বয়স, তখন থেকে তাকে দেখাশোনা করছেন তিনি, হেনরির কখন, কী প্রয়োজন, সে সম্পর্কে তাঁর স্পষ্ট ধারনা আছে।
এদিকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলছেন, হেনরি আসলে তাঁর। মহুয়ার অভিযোগ, তাঁর সরকারি বাসভবনে ঢুকে নাকি হেনরি-কে চুরি করেছিলেন দেহদরাই, পরে ফিরিয়ে দেন। তবে পরে আবারও একই ঘটনা ঘটলে, পরপর দুটি অভিযোগ জানিয়েছিলেন বলে দাবি মহুয়ার। সাংসদ জানিয়েছেন, গত ২৫ মার্চ ও ২৩ সেপ্টেম্বর দুটি অভিযোগ জানিয়েছিলেন তিনি। পরে পুরনো বন্ধুত্বের খাতিরে অভিযোগ তুলে নেন।
দেহদরাই-এর অভিযোগ আবার আরও ভয়ঙ্কর। তাঁর দাবি, মহুয়া ওই কুকুরকে অপহরণ করে লুকিয়ে রেখেছিলেন। বৃহস্পতিবার পুলিশকে দেওয়া চিঠিতে দেহদরাই আর্জি জানিয়েছেন, যাতে দ্রুত হেনরিকে তাঁর কাছে ফিরিয়ে দেওয়া হয়।