Hyderabad Case: যুবকের Debit Card বাজেয়াপ্ত করে সিনিয়র পুলিশ অফিসার এই কাজ করলেন!

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 10, 2022 | 2:03 PM

Bank Fraud: এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ই পুলিশ অগরওয়ালের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল।

Hyderabad Case: যুবকের Debit Card বাজেয়াপ্ত করে সিনিয়র পুলিশ অফিসার এই কাজ করলেন!
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

হায়দরাবাদ: অপরাধীদের কাজই অপরাধ করা, পুলিশের কাজ তাঁকে উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু ইনস্পেক্টর ব়্যাঙ্কে একজন পুলিশ অফিসার এমন কাণ্ড ঘটিয়েছেন, যা শুনে অনেকেই হতাবাক হয়ে গিয়েছেন অনেকে। হায়দরাবাদের রাচাকোন্ডার ওই অফিসারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে, যা শুনে খোদ পুলিশ বিভাগের কর্তারাও তাঁর ওপর কড়া নজরদারি চালাতে বাধ্য হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টায়ার চুরির অপরাধে ধৃত এক জেলবন্দির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি জামিনে ছাড়া পাওয়ার পর থেকেই ঘটনাটি প্রকাশ্যে আসে। জামিন জেলে থেকে ছাড়া পাওয়ার পরই ওই ব্যক্তি জানতে পারেন, তাঁর এটিএম কার্ড ব্যবহার করে অযাচিতভাবে টাকা তুলে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন ওই তাঁকে গ্রেফতার করার সময় তাঁর ডেবিট কার্ড যখন বাজেয়াপ্ত করা হয়েছিল, তখনই টাকা তুলে নেওয়া হয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে তিনি বুঝতে পারেন, তিনি যখন জেলে ছিলেন, তখনই তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে জানা গিয়েছিল যে ফেব্রুয়ারি মাসে রাচাকোন্ডার সেন্ট্রাল ক্রাইম পুলিশ স্টেশনে অগওয়াল নামে ওই ব্যক্তিকে ট্রাকের টায়ার চুরির অপরাধে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। সেই সময়ই পুলিশ অগরওয়ালের ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছিল। ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের টাকা তুলে নেওয়ার হদিশ পাওয়ার পর সেই বুঝতে পারে যে তাঁর কার্ড ব্যবহার করে অসাধু উপায়ে টাকা তুলে নেওয়া হয়েছিল। পরে বাধ্য হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। রাচাকোন্ডার পুলিশ কমিশনার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন তদন্তে উঠে আসে ওই থানারই এক পুলিশ অফিসার গোটা ঘটনার সঙ্গে জড়িত। যদিও পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এখনও সরকারিভাবে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্ত চলছে, এই ধরনের অপরাধে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে।

Next Article