বালেশ্বর: সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল ছিন্ন-বিচ্ছিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। দুর্ঘটনার পর, তাঁর আশপাশের ছবিটা এই রকমই ছিল। জানিয়েছেন, শুক্রবার রাতে ওড়িশার বালেশ্বরে হওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া এক যাত্রী। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তাঁর ঘুম ভেঙে গিয়েছিল। ১০-১৫ জন ব্যক্তির নীচে চাপা পড়েছিলেন তিনি। তবে হাত ও ঘাড়ে আঘাত ছাড়া তাঁর আর কিছু হয়নি। তবে, আশপাশে বহু মানুষকে দেখেছিলেন গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে। তাদের কারও কারও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ খোয়া গিয়েছে। শুক্রবার (২ জুন) সন্ধ্যায় করমন্ডল এক্সপ্রেস, যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাতে তিনটি ট্রেনই দুমড়ে-মুচড়ে গিয়েছে। ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে এবং আহত ব্যক্তির সংখ্যা ৩৫০-এর বেশি বলে খবর পাওয়া গিয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ সংস্থা এএনআই-কে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া ওই ব্যক্তি হিন্দিতে বলেছেন, “ট্রেনটি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গে আমার আচমকা ঘুম ভেঙে গিয়েছিল। জেগে উঠে দেখি, প্রায় ১০-১৫ জন মানুষ আমার গায়ের উপর পড়ে গিয়েছেন। ঠিক কতজন ছিলেন, সেই সম্পর্কে আমি নিশ্চিত নই। আমারও আঘাত লেগেছিল। হাত ও ঘাড়ে ব্যথা রয়েছে। তবে যখন আমাকে ট্রেন থেকে উদ্ধার করা হয়েছিল, আমি দেখেছিলাম বহু মানুষ গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। কারও হাত নেই, কারও পা খোয়া গিয়েছে, কারও কারও মুখ বিকৃত হয়ে গিয়েছে।”
#WATCH | Balasore, Odisha: A passenger who was in one of the derailed trains tells about the moment when the horrific train accident took place leaving hundreds injured so far. pic.twitter.com/z9MWc0T5mA
— ANI (@ANI) June 2, 2023
দুর্ঘটনার পরই দুর্ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য তিনি আর্থিক সহায়তাও ঘোষণা করেছেন। এই ভয়াবহ ট্রেন দুর্ঘটনার প্রেক্ষিতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনিও হতাহতদের জন্য আর্থিক সহায়তা দানের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এই দুর্ঘটনায় তিনি ‘মর্মাহত’। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন, তিনি আগামীকাল ভোরে দুর্ঘটনাস্থলে যাবেন।
এদিন সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিট নাগাদ বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রেলের পক্ষ থেকে প্রাথমিক তদন্তের পর জানানো হয়েছে, প্রথমে লাইনচ্যুত হয়েছিল যশবন্তপুর এক্সপ্রেস ট্রেনটি। সেটি পাশাপাশি গিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা করমণ্ডল এক্সপ্রেসকে। সেই ধাক্কায় লাইন থেকে ছিটকে গিয়ে, পাশের লাইনে থাকা আরেকটি মালগাড়িকে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির ইঞ্জিন উঠে যায় মালগাড়িটির উপর। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বালেশ্বরের বিভিন্ন হাসপাতালে অন্তত ৩৫০ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। ভুবনেশ্বর-সহ আশেপাশের জেলাগুলির সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করে রাখা হয়েছে। উল্টে যাওয়া কামরাগুলির নীচে আরও অনেকে আটকে আছেন বলে সন্দেহ করা হচ্ছে।