নয়া দিল্লি : ঘটনাস্থলে যে দিকে তাকানো যাচ্ছে, সেদিকেই আঘাতের চিহ্ন। বগিগুলির অবস্থা বলে দিচ্ছে, কতটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে বলে রেল সূত্রে খবর। তবে ঠিক কতজনের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মৃতের সংখ্যা অনেকটাই বাড়তে পারে। এখনও অনেকে ট্রেনের ভিতরে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
রেলমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহত হয়েছেন যাঁরা, তাঁদের ২ লক্ষ ও বাকি আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ওই তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা বিষয়টি নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথাও বলেছেন তিনি। মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেই ট্রেনটির ১৮টি কামরা বেলাইন হয়ে যায় বলে জানা যাচ্ছে। ৬-৭টি কামরা মালগাড়ির উপর উঠে যায়। উল্টে যায় বেশ কয়েকটি কামরা।
Ex-gratia compensation to the victims of this unfortunate train accident in Odisha;
₹10 Lakh in case of death,
₹2 Lakh towards grievous and ₹50,000 for minor injuries.— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 2, 2023