দেশের দৈনিক সংক্রমণের কাঁটা যেন এক জায়গাতেই আটকে রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন। মৃত্যু হয়েছে ৪১৬ জনের। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৯৬৮ জন। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৫ লক্ষ ৭৯ হাজার ১০৬ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৪ লক্ষ ১১ হাজার ১৮৯। মোট টিকা পেয়েছেন ৪৩ কোটি ৫১ লক্ষ ৯৬ হাজার ১ জন। করোনা সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
করোনা বিধিনিষেধ কিছুটা শিথিল হতেই দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছে আজ থেকে। কোভিড বিধি অনুসরণের পাশাপাশি স্কুলে আসতে গেলে সমস্ত পড়ুয়াদের তাদের অভিভাবকের কাছ থেকে অনুমতি পত্র আনতে হবে বলে জানা গিয়েছে।
Bhubaneswar | Schools reopen for Class 10th to Class 12th in Odisha as COVID restrictions eased in the state.
Parent consent letter is mandatory for all students coming to school. Seats have been fixed for each student as per COVID protocol: Principal, University High school pic.twitter.com/oXsiiknB9w
— ANI (@ANI) July 26, 2021
করোনা টিকা নিতে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য ইতিমধ্যেই দেওয়া হচ্ছে বিশেষ কিছু ছাড়। কোথাও বিনামূল্যে খাবার খাওয়ানো হচ্ছে টিকা সার্টিফিকেট দেখালেই, কোথাও আবার কেনাকাটায় মিলছে ছাড়। কিন্তু আস্ত একটা বাড়ি কিংবা টেসলার গাড়ি দেওয়া হচ্ছে বলে শুনেছেন? মিথ্যে মনে হলেও এটাই কিন্তু সত্যিই। বিলাসবহুল ফ্ল্য়াট থেকে শুরু করে সোনার বার, কিংবা রোলেক্স ঘড়ি, এমনকি টেসলার গাড়িও দেওয়া হচ্ছে করোনা টিকা নিলেই।
বিস্তারিত পড়ুন: বিলাসবহুল ফ্ল্যাট, টেসলার গাড়ি কিংবা সোনার বার, করোনা টিকা নিলেই পেতে পারেন এইসব উপহার!
করোনা সংক্রমণ বিদায় না নিলেও পড়ুয়াদের কথা ভেবে গুজরাটেও আজ থেকে খোলা হল স্কুল। নবম থেকে একাদশ শ্রেণির পড়ুয়াদের আপাতত স্কুলে আসার অনুমতি দেওয়া হয়েছে। তবে কোভিডবিধি মেনেই চলবে পঠনপাঠন।
Gujarat | Schools for classes 9th to 11th reopen from today, in accordance with COVID-19 protocols
"In offline classes, we are able to clear our doubts with more ease. It is more fun than online classes," says a class 9 student in Gita Higher Secondary School in Ahmedabad pic.twitter.com/gijED4IAJ4
— ANI (@ANI) July 26, 2021
করোনা সংক্রমণ রুখতে আগামী ২ অগস্ট অবধি দক্ষিণ গোয়ায় কার্ফুর মেয়াদ বাড়ানো হল। এই কথা ঘোষণা করেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত।
South Goa district administration extends COVID-induced curfew till August 2; issues detailed guidelines pic.twitter.com/3A1GSnet94
— ANI (@ANI) July 26, 2021
অসমে ফের একবার বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৪ জন, মৃত্যু হয়েছে ২২ জনের। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৫০১ জন। এই নিয়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ৯১০-এ।
Assam reported 1,054 new #COVID19 cases, 1,501 recoveries and 22 deaths today.
Active cases: 13,910
Total recoveries: 5,38,098
Death toll: 5,136 pic.twitter.com/qyP8yldHyo— ANI (@ANI) July 25, 2021
রবিবার থেকেই ১০০ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করছে দিল্লি মেট্রো। সকাল থেকেই দেখা মিলছে যাত্রীদের ভিড়। একাধিক মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের লম্বা লাইন দেখা যায়। আপাতত স্বাভাবিক মেট্রো পরিষেবা।
Delhi: People formed a long queue outside Akshardham metro station earlier in the morning.
"Mild tremors were confirmed around 6.42 am. As a standard procedure, trains were run on cautionary speed & stationed at next platform. Services are now running normally," says Delhi metro pic.twitter.com/Hwjs0EgCXO
— ANI (@ANI) July 26, 2021
করোনা ভীতিকে দূরে সরিয়ে রেখেই পঞ্জাব সরকার দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির পঠনপাঠন স্কুলেই শুরু করার সিদ্ধান্ত নিল। অল্প সংখ্যক কিছু পড়ুয়া নিয়ে পঠন পাঠন শুরু হচ্ছে আজ থেকে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধিও অনুসরণ করতে হবে পড়ুয়া ও শিক্ষকদের।
Punjab Govt allows reopening of schools for Classes 10, 11 & 12 from today.
"We're calling students in a staggered manner. Almost all of our staff is fully vaccinated," says Principal, Govt Girls Senior Secondary School, Mall Road, Amritsar pic.twitter.com/gmYYFMGCE0
— ANI (@ANI) July 26, 2021