Corona Daily Update : উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৭

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 23, 2022 | 11:07 AM

Corona Daily Update : গত ২৪ ঘণ্টায় ২১ হাজারের গণ্ডিতেই রইল করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে বাড়ছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মৃত ৬৭ জন।

Corona Daily Update : উদ্বেগ বাড়ছে মৃতের সংখ্যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬৭
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি : করোনার গ্রাস এখনও কমেনি। দেশে ২০ হাজারের উপরেই রয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে ক্রমশ ভয় ধরাচ্ছে মৃতের সংখ্যা। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৪১১ জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬৭ জন। দেশে বর্তমানে সুস্থতার হার ৯৮.৪৬ শতাংশ। দৈনিক কোভিড পজ়িটিভিটি রেট রয়েছে ৪.৪৬ শতাংশ।

বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি :

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫১৫ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৭। আর সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানেই রয়েছে পশ্চিমবঙ্গ। সেখানে গত ২৪ ঘণ্টায় সেখানে ২ হাজার ২৩৭ জনের দেহে করোনার হদিশ মিলেছে। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকলেও মৃতের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে কেরল। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৬৭ জন। এর মধ্যে ৩২ জনই কেরলের বলে জানা গিয়েছে।

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি :

রাজ্য স্বাস্থ্য দফতর কর্তৃক প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৭ জন। সংক্রমণের নিরিখে বৃহস্পতিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে। তবে বেড়েছে মৃতের সংখ্যা। রাজ্য়ে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৭ জন। রাজ্য়ে দৈনিক পজ়িটিভিটি রেট রয়েছে ১৪.৪১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৪১৯ জন ও উত্তর ২৪ পরগনায় ৩৯০ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

Next Article