Covid-19 Daily Updates : বাড়ছে করোনার প্রকোপ, সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে বাংলা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 09, 2022 | 12:56 PM

Covid-19 Daily Updates : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন, ১৮ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৩ জন।

Covid-19 Daily Updates : বাড়ছে করোনার প্রকোপ, সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে বাংলা
ছবি: সংবাদ সংস্থা

Follow Us

নয়া দিল্লি : দেশের আবার নতুন করে বাড়ছে করোনার আতঙ্ক। প্রতিদিন একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন, ১৮ হাজার ৮৪০ জন। যেখানে আগের দিন দেশে ১৮ হাজার ৮১৫ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছিল। শনিবার বেড়েছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪৩ জন। আগের দিন যেখানে সংখ্যাটা ছিল ৩৮। বর্তমানে দেশে দৈনিক করোনা পজ়িটিভিটি রেট রয়েছে ৪.১৪ শতাংশ।

বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতি :

মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ুতে দৈনিক করোনা আক্রান্তের হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছে। গত এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে দিল্লি ও পশ্চিমবঙ্গেও। সংক্রমণের শীর্ষে রয়েছে কেরল। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩১০ জন। মহারাষ্ট্রকে পিছনে ফেলে এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা। এরপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৪৪ জনের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭২২ জন।

পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি :

বাংলায় ধীরে ধীরে চওড়া হচ্ছে করোনার থাবা। দুই হাজারের গণ্ডি পেরোনোর পর এখন তিন হাজার গণ্ডি পেরোনোর উপক্রম কোভিড-১৯ ভাইরাসের। বাংলায় করোনার রেখাচিত্র অন্তত এমনটাই ইঙ্গিত দিচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গতকাল করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৫০ জন। যেখানে বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৮৮৯। সংক্রমিতের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্য়া একই রয়েছে। গতকাল এই ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের । সংক্রমণের নিরিখে দেশে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলা।

Next Article