Corona, Omicron Cases West Bengal Live: বাজারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রতিটি ডোজ় পাওয়া যেতে পারে মাত্র ২৭৫ টাকায়

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 27, 2022 | 12:01 AM

WB Covid Cases Live Updates: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, যা গতকালের সংক্রমণের তুলনায়১১.৭ শতাংশ বেশি।

Corona, Omicron Cases West Bengal Live: বাজারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রতিটি ডোজ় পাওয়া যেতে পারে মাত্র ২৭৫ টাকায়
অভিজিৎ বিশ্বাস

Follow Us

ধীরে ধীরে স্বস্তি মিলছে করোনা সংক্রমণে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, যা গতকালের সংক্রমণের তুলনায়১১.৭ শতাংশ বেশি। তৃতীয় ঢেউয়ে উদ্বেগ আরও বাড়াচ্ছে করোনার নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 26 Jan 2022 07:48 PM (IST)

    দিল্লিতে পুনরায় স্কুল খোলার বিষয়ে চিন্তাভাবনা

    দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দিল্লিতে স্কুল খোলা প্রসঙ্গে বলেন। তিনি বলেছেন, “যখন ছেলেমেয়েদের জন্য় স্কুলে যাওয়াটা নিরাপদ মনে হচ্ছিল না তখন আমরা স্কুল বন্ধ করেছিলাম। কিন্তু অতিরিক্ত সতর্কতা উল্টে তাদেরই ক্ষতি করছে।” তিনি জানিয়েছেন যে, শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক সুস্থতার ক্ষতি রোধ করতে স্কুলগুলি পুনরায় চালু করা প্রয়োজন।

  • 26 Jan 2022 05:20 PM (IST)

    বাজারে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রতিটি ডোজ় পাওয়া যেতে পারে মাত্র ২৭৫ টাকায়

    শীঘ্রই কোভিশিল্ড ও কোভ্যাক্সিন কোভিড টিকা ভারতের বাজারে নিয়মিতভাবে পাওয়ার জন্য ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার থেকে অনুমোদন পেতে চলেছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বাজার অনুমোদন পাওয়ার পর কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের প্রতিটি ডোজ় পাওয়া যেতে পারে ২৭৫ টাকায় এবং এর সঙ্গে অতিরিক্ত পরিষেবা কর হিসেবে ১৫০ টাকা লাগবে। ইতিমধ্যেই ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে (NPP) টিকার মূল্য জনসাধারণের সাধ্যের মধ্যে রাখার উদ্দেশে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে দেশে জরুরিকালীন ভিত্তিতে এই দুটি টিকা দেওয়া হচ্ছিল।


  • 26 Jan 2022 05:01 PM (IST)

    ত্বকে ২১ ঘণ্টা বেঁচে থাকে ওমিক্রন! অবাক করা দাবি গবেষণায়

    জাপানের এক সমীক্ষায় উঠে এল বেশ কিছু অবাক করা তথ্য। জাপানের কিয়োটো প্রিফেকচারাল ইউনিভার্সিটি অফ মেডিসিনের গবেষকদের করা সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট ত্বক ও প্লাস্টিকের ওপর আল্ফা, বিটা, গামা ও ডেল্টা ভ্যারিয়েন্টগুলির তুলনায় অনেক দীর্ঘসময় জীবিত থাকতে পারে। গবেষণায় জানা গিয়েছে, মানুষের ত্বকে ২১ ঘণ্টা অবধি বেঁচে থাকতে পারে ওমিক্রন ভ্যারিয়েন্ট। পাশাপাশি গবেষণায় দাবি করা হয়েছে প্লাস্টিকে ৮ দিন বা ১৯২ ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে ওমিক্রিন। এই কারণে ওমিক্রন করোনার অন্যান্য ভ্যারিয়েন্টের গুলির তুলনায় অনেক বেশি সংক্রামক এবং দ্রুত ছড়িয়ে পড়ে বলেই দাবি গবেষকদের।

    বিস্তারিত পড়ুন Omicron Variant: ত্বকে ২১ ঘণ্টা বেঁচে থাকে ওমিক্রন! অবাক করা দাবি গবেষণায়

  • 26 Jan 2022 03:44 PM (IST)

    ষষ্ঠ দিনের জন্য রেকর্ড সংক্রমণ রাশিয়ায়

    রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাশিয়ায় ফের রেকর্ড সংক্রমণ। এর পিছনে কারণ অবশ্য কোভিড-১৯ এর নতুন দ্রুত সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন। রাশিয়াতে বুধবার কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৭৪,৬৯২। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৬৭,৮০৯। সরকারি করোনভাইরাস টাস্ক ফোর্স সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬৫৭।

  • 26 Jan 2022 02:41 PM (IST)

    ওমিক্রনের হানায় তৈরি অ্যান্টিবডি অন্যান্য উদ্বেগজনক ভ্যারিয়েন্টকে রুখে দিতে পারে : আইসিএমআর সমীক্ষা

    ICMR গবেষণায় উঠে এসেছে, ওমিক্রনে সংক্রমিত হওয়ার ফলে দেহে তৈরি হওয়া অ্যান্টিবডি কিশোর-কিশোরী এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে কোভিডের অন্যান্য উদ্বেগজনক ভ্যারিয়েন্টকে রুখে দিতে পারে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) দ্বারা পরিচালিত সর্বশেষ সমীক্ষায় দেখা গিয়েছে যে ওমিক্রনে আক্রান্ত হওয়ার ফলে তৈরি হওয়া অ্যান্টিবডি শুধুমাত্র এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধেই কার্যকর নয়। এই অ্যান্টিবডি ডেল্টা সহ অন্যান্য ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও কার্যকর।

  • 26 Jan 2022 12:57 PM (IST)

    ১৬৩ কোটির গণ্ডি পার টিকাকরণে

    বর্তমানে দেশে করোনা টিকা ১৬৩ কোটি ৫৮ লক্ষের গণ্ডি পার করেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৫৯ লাখেরও বেশি করোনা টিকা দেওয়া হয়েছে। নতুন বছর থেকে প্রিকশন ডোজ় হিসাবে করোনা টিকার তৃতীয় ডোজ় দেওয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, এখনও অবধি ৯৪ লক্ষেরও বেশি প্রিকশন ডোজ় দেওয়া হয়েছে।

  • 26 Jan 2022 12:56 PM (IST)

    ৯৩ শতাংশে কমল সুস্থতার হার

    দৈনিক সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২২ লক্ষ ২৩ হাজার ১৮। তবে গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগীর সংখ্যায় ১৩ হাজার ৮২৪ হ্রাস হয়েছে। দেশের মোট আক্রান্তের সংখ্যার মধ্যে ৫.৫৫ শতাংশই সক্রিয় রোগী।  অন্যদিকে, দেশে সুস্থতার হার ৯৩.২৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৯৯ হাজার মানুষ। এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৭৩ লক্ষ মানুষ।

  • 26 Jan 2022 12:56 PM (IST)

    চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

    সংক্রমণের হার নয়, বরং দেশে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যুহারই উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৬৫ জনের। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ৬১৪। এই নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৯১ হাজার ১২৭-এ।

  • 26 Jan 2022 12:55 PM (IST)

    বাড়ল সংক্রমণের হারও

    দৈনিক সংক্রমণ এখনও তিন লাখের নীচে থাকলেও গতকালের তুলনায় কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন। মঙ্গলবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। অর্থাৎ একদিনেই ১১.৭ শতাংশ বেড়েছে সংক্রমণ। অন্যদিকে, সংক্রমণের হার, যা ভাইরাসের বিস্তারের ইঙ্গিত দেয়, তাও ১৫.৫২ শতাংশ থেকে বেড়ে ১৬.১৬ শতাংশে দাঁড়িয়েছে। সাপ্তাহিক সংক্রমণের হার ১৭.৩৩ শতাংশে পৌঁছেছে।

  • 26 Jan 2022 12:52 PM (IST)

    দেশে ১০ হাজারের গণ্ডি ছাড়াল ওমিক্রন আক্রান্তের সংখ্যা

    দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭২১ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪৭ জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১০৯ জন। এদিকে ওমিক্রন আক্রান্তের নীরিখে দেশে শীর্ষস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, তারপর রয়েছে মহারাষ্ট্র ও রাজস্থান

  • 26 Jan 2022 11:18 AM (IST)

    করোনা বিধি মেনেই পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস

    করোনাবিধির কথা মাথায় রেখে এবার দর্শক সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। তার বদলে অনলাইনেই অনুষ্ঠান দেখার অনুরোধ করা হয়েছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে কেবল সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ও ১৫ উর্ধ্ব যারা করোনা টিকার প্রথম ডোজ় নিয়েছেন, কেবল তাদেরই প্রবেশের অধিকার দেওয়া হয়েছে। অনুষ্ঠান দেখার জন্য সঙ্গে টিকা সার্টিফিকেট রাখাও বাধ্যতামূলক। ১৫ বছরের কম বয়সীদের ঢুকতে দেওয়া হবে না বলেই জানানো হয়েছে নির্দেশিকায়।

  • 26 Jan 2022 09:41 AM (IST)

    একদিনেই ১১ শতাংশ বাড়ল সংক্রমণ

    একদিনে ফের বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৮৫ হাজার ৯১৪ জন, মঙ্গলবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২ লক্ষ ৫৫ হাজার ৮৭৪ জন। অর্থাৎ একদিনেই ১১.৭ শতাংশ বেড়েছে সংক্রমণ।