দেশে ফের অনেকটা কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার জন। দেশে কিছুটা কমেছে ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটও। তবে চিন্তা বাড়াচ্ছে ওমিক্রনের সাব ভ্য়ারিয়েন্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভ্যারিয়েন্ট। করোনা ও ওমিক্রন সংক্রান্ত যাবতীয় আপডেট দেখে নিন একনজরে-
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫২৩ জন। সুস্থ হয়েছেন ২৪২১ জন। তবে মৃতের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আসেনি।
বিস্তারিত পড়ুন : Covid Bulletin: সংক্রমণ আরও কমল বাংলায়, আবারও ৩০ ছাড়াল মৃতের সংখ্যা
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে জানিয়েছেন যেভাবে করোনা সংক্রমণের হার কমছে তাতে মার্চ মাসের শেষের করোনার তৃতীয় ঢেউ থেকে রেহাই মিলতে পারে। মন্ত্রীর আশা মার্চ মাসের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহেই করোনা থেকে রেহাই মিলবে।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ অন্যতম বড় হাতিয়ার এই কথা আমাদের সকলেরই জানা। সম্প্রতি নেচার মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণাতে জানা গিয়েছে করোনার নয়া ওমিক্রন সংক্রমণের বিরুদ্ধে তিনটি ভ্যাকসিন নেওয়া থাকলেই চিন্তার আর কোনও কারণ নেই। কারণ করোনা টিকার তিনটি ডোজ় নেওয়া থাকলে দেহে অ্যান্টিবডি রেসপন্স বেড়ে যায় এবং তাই ওমিক্রনের সংক্রমণ রোধে সাহায্য় করে।
করোনা তৃতীয় ঢেউতে ওমিক্রনের দাপটে সংক্রমণের হার লাফিয়ে বাড়ল করোনা রোগীদের বেশির ভাগরই অবস্থা সঙ্কটমুক্তই ছিল। এমনকি করোনা আক্রান্ত হওয়ার পরও সেরে উঠছিলেন অনেকে। কেন্দ্র জানিয়েছে, ভারতে করোনা আক্রান্তদের সুস্থতার হার ৯৫.৩৯ শতাংশ।
বিধানসভা নির্বাচনের প্রচারে দিল্লি থেকে উত্তর প্রদেশের একটি ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তব্য রাখাকালীন মোদীর মুখে উঠে আসে করোনা প্রসঙ্গ। তিনি বলেন, সমগ্র পৃথিবী করোনা মহামারির শিকার। বিগত ১০০ বছের মানবজাতি এই ধরনের সমস্যার মুখোমুখি হয়নি। তবে করোনা মাঝেও উত্তর প্রদেশে ‘ডবল ইঞ্জিন’ সরকার থাকার কারণে রাজ্যের দ্বিগুণ উন্নতি হয়েছে।
করোনা মৃত্যুর হার বর্তমানে কমলেও বিগত দু’বছর ধরে মারণ ভাইরাসের কারণে অনেক সহ নাগরিক প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তিদের পরিবার এখনও অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ পায়নি। এবার করোনায় মৃতদের পরিবারকে ১০ দিনে মধ্যে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে পরিবারের তরফে আবেদনের ১০ দিনের মধ্যেই দিতে হবে ক্ষতিপূরণ।