Covid Bulletin: সংক্রমণ আরও কমল বাংলায়, আবারও ৩০ ছাড়াল মৃতের সংখ্যা
Covid Bulletin: বৃহস্পতিবারের তুলনায় নমুনা পরীক্ষা বাড়লেও করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৫।
কলকাতা : গত কয়েকদিনের বুলেটিন দেখলে স্পষ্ট হবে, করোনা সংক্রমণ ক্রমশ নিয়ন্ত্রণে আসছে। আক্রান্তের সংখ্যা কমেছে অনেকটাই। শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১৫২৩ জন। সুস্থ হয়েছেন ২৪২১ জন। তবে মৃতের সংখ্যা এখনও নিয়ন্ত্রণে আসেনি। একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। শুধুমাত্র কলকাতাতেই ১০ জনের মৃ্ত্যু হয়েছে একদিনে।
বৃহস্পতিবার করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৯১৬। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট কমে হয়েছে ৩.১০ শতাংশ। বৃহস্পতিবার যা ছিল ৩.৯৪ শতাংশ।
কোন জেলায় কত আক্রান্ত, একনজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-২।
নদিয়া– গতকাল আক্রান্ত ১৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।
বীরভূম– গতকাল আক্রান্ত ৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-৩।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২ জন। মৃত্যু: বৃহস্পতিবার-২, শুক্রবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-২।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার-১।
হুগলি– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৩, শুক্রবার-৫।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৬, শুক্রবার-৬।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৪, শুক্রবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ২৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৩৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৫, শুক্রবার-১০।